Sreelekha Mitra

Sreelekha Mitra: মানুষ ছোটবেলায় কত হাস্যকর কাজ করে, শ্রীলেখার উদ্দেশে মন্তব্য নেটাগরিকের

শ্রীলেখা এই ছবি দিতেই যথারীতি নিজেদের মতামত ব্যক্ত করতে মন্তব্য বাক্সে ভিড় জমিয়েছিলেন নেটাগরিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২০:৪৩
Share:

শ্রীলেখা মিত্র।

এই মুহূর্তে পর্দা থেকে দূরে তিনি। তবে নেটমাধ্যমের মহিমায় শ্রীলেখা মিত্রকে নিয়ে চর্চার শেষ নেই।

তবে দমার পাত্রী নন শ্রীলেখাও। মর্জির মালকিন তিনি। যখন যেমন ইচ্ছে, তখন তেমন ছবি অনায়াসে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ঠিক যেমনটা করলেন মঙ্গলবার। স্মৃতিতে ভেসে গিয়েছেন শ্রীলেখা। ফিরেছেন অতীতে। সেই সময় বব কাট চুল অভিনেত্রীর। দুধ সাদা জামা প্যান্ট পরে লাল চেয়ারের উপরের পা রেখে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। বহু দিনের তুলে রাখা সেই ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

শ্রীলেখার এই ছবি দিতেই যথারীতি নিজেদের মতামত ব্যক্ত করতে মন্তব্য বাক্সে ভিড় জমিয়েছিলেন নেটাগরিকরা। নানা জনের নানা মত। তাঁদের মধ্যেই একজনের ব্যঙ্গোক্তি, ‘সত্যি, মানুষ ছোটবেলায় কত হাস্যকর কাজ করে। নিজেদেরই হাসি পায়।’

Advertisement

অভিনেত্রীর ছবি নিয়ে এই বিতর্ক নতুন নয়। তাঁর রাজনৈতিক পোস্ট থেকে ঘরে বসে যোগ ব্যায়ামের ছবি— সব কিছুই চর্চার খোরাক জগায় নেটাগরিকদের। শ্রীলেখার পুরনো দিনের ছবির ক্ষেত্রেও অন্যথা হল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement