Bollywood

Bollywood: আয়ুষ্মান খুরানার পরিবারে নতুন সদস্য, ছবি দিলেন অন্তঃসত্ত্বা আকৃতি

জুন মাসের ৪ তারিখ প্রথম তাঁর অনুরাগীদের এই সুখবর জানিয়েছিলেন অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৯:৩৯
Share:
অপারশক্তি এবং আকৃতি

অপারশক্তি এবং আকৃতি

জেঠু হতে চলেছেন আয়ুষ্মান খুরানা। বলিউড নায়কের ভাই অভিনেতা অপারশক্তি এবং তাঁর স্ত্রী আকৃতি আহুজার নতুন ছবিতে মুগ্ধ নেটপাড়া। অন্তঃসত্ত্বা আকৃতি তাঁর ‘বেবি বাম্প’ উদযাপন করেছেন নতুন ফোটোশ্যুটে। হিন্দি ছবি ‘স্ত্রী’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আয়ুষ্মানের ভাই। তাঁর ইনস্টাগ্রাম ভরে উঠল নতুন সদস্য আসার আনন্দের রঙে।

Advertisement

অপারশক্তির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট ও খাকি প্যান্ট পরে স্ত্রীয়ের ‘বেবি বাম্প’ ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। পাশে সাদা ঝুলের পোশাকে স্ত্রী আকৃতি। দু’জনেই হাসি মুখে অনাগত সন্তানের অপেক্ষা করছেন যেন। তাকিয়ে রয়েছেন ‘বেবি বাম্প’-এর দিকে। পিছনে ঝাপসা হয়ে রয়েছে গাছপালা। ছবির পাশে ভালবাসার চিহ্ন বসিয়েছেন অপারশক্তি।

ছবির মন্তব্য বাক্সে একাধিক তারকা এসে ভালবাসা জানিয়েছেন দম্পতিকে। তাঁদের মধ্যে রয়েছেন অপারশক্তির বৌদি অর্থাৎ আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কশ্যপ, অভিনেত্রী সবিতা ধুলিপালা, ঋদ্ধিমা পণ্ডিত। জুন মাসের ৪ তারিখ প্রথম তাঁর অনুরাগীদের এই সুখবর জানিয়েছিলেন অপারশক্তি। সাদা কালো ছবি পোস্ট করেছিলেন তিনি। দেখা যাচ্ছে, আকৃতির ‘বেবি বাম্প’-এ চুমু খাচ্ছেন অপারশক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement