সৌমিক
অনেক দিন ধরেই ছবি পরিচালনার কথা ভাবছিলেন সিনেম্যাটোগ্রাফার সৌমিক হালদার। তবে বড় পর্দায় না হলেও অনলাইন স্ট্রিমিংয়ে সিরিজ় পরিচালনা দিয়ে ডেবিউ করছেন তিনি। ওয়েব প্ল্যাটফর্মের জন্য ‘ব্যোমকেশ’ ডিরেক্ট করবেন সৌমিক। তাঁর কথায়, ‘‘ফিচার ফিল্মের পরিকল্পনা এখনও আছে। হইচই-এর জন্য এসভিএফ থেকে ‘ব্যোমকেশ’ পরিচালনা করতে বলায় রাজি হয়ে গেলাম।’’
নভেম্বর নাগাদ শুট শুরু করবেন তিনি। এ বার ‘ব্যোমকেশ’-এর সিজ়ন ফাইভ আসতে চলেছে। এর আগের সিজ়নগুলি পরিচালনা করেছিলেন সায়ন্তন ঘোষাল এবং সৌমিক চট্টোপাধ্যায়। সিজ়ন ফাইভের ব্যোমকেশে কিছু বদলও আসবে। তবে মূল চরিত্রাভিনেতারা একই থাকছেন। ব্যোমকেশের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, অজিতের চরিত্রে সুপ্রভাত এবং ঋদ্ধিমা ঘোষ রয়েছেন সত্যবতীর ভূমিকায়। এ বারের কাহিনি ‘খুঁজি খুঁজি নারি’ এবং ‘দুষ্টচক্র’।
সৌমিক এখন পুরুলিয়ায় রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘ধর্মযুদ্ধ’র শুটিং করছেন। সেখান থেকেই ফোনে বললেন, ‘‘হিট সিরিজ় পরিচালনার আলাদা চাপ থাকে। তবে আমি নিজের মতো করেই ‘ব্যোমকেশ’ ডিরেক্ট করব।’’