Coldplay Concert Mumbai

‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠানে অম্বানীরা, চোখে জল শ্রেয়া ঘোষালের, কী করলেন রাজ-শুভশ্রী?

ক্লোডপ্লে-র অনুষ্ঠানে বাবা ও স্বামীর সঙ্গে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। স্বামী রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৭:২২
Share:

ক্লোডপ্লের অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল, রাজ-শুভশ্রীরা। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে তিন দিন গানের অনুষ্ঠান করবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। দ্বিতীয় দিনে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে যেন তারকা সমাবেশ। মুকেশ অম্বানীর বড় ছেলে আকাশ অম্বানী ও তাঁর স্ত্রী শ্লোক অম্বানীকে দেখা গিয়েছে মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকতে। অন্য দিকে গ্যালারি স্ট্যান্ডে অমিতাভ-পৌত্রী নব্যা নভেলি নন্দার সঙ্গে দেখা যায় শাহরুখ-কন্যা সুহানা খানকে। সপরিবার উপস্থিত ছিলেন সচীন তেন্ডুলকর। বাবা ও স্বামীর সঙ্গে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। পিছিয়ে নেই টলিউড। স্বামী রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement

রবিবার সন্ধ্যায় ক্লোডপ্লে-র দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আলোয় ঝলমল করেছে গোটা অনুষ্ঠান কক্ষ। ৭০ বছর বয়সি বাবা ও স্বামী শিলাদিত্যকে নিয়ে অনুষ্ঠান দেখলেন শ্রেয়া। মঞ্চে ‘স্কাই ফুল অফ স্টারস্‌’ গাইছেন ক্রিস মার্টিন। এ দিকে চোখের জল যেন বাধ মানছে না শ্রেয়ার। কখনও স্বামীর সঙ্গে আদুরে ছবি ভাগ করেছেন সমাজমাধ্যমে, কখনও আবার ‘ফিক্স ইউ’ গানের তালে নাচছেন তিনি। শোয়ের ভিডিয়ো পোস্ট করে শ্রেয়া লেখেন, ‘‘ এটা আমার দেখা ক্লোডপ্লে-র দ্বিতীয় অনুষ্ঠান। তোমরা মুম্বই ম্যাজিক করলে। এ এক দারুণ অভিজ্ঞতা। তাই চোখে জল আটকাতে পারলাম না। আমার ৭০ বছরের বাবাও দারুণ সময় কাটিয়েছেন। ধন্যবাদ শিলাদিত্যকে আমাদের ফেলা আসা স্মৃতিকে আরও একবার তাজা করে দেওয়ার জন্যে।’’

‘স্কাই ফুল অফ স্টারস্‌’ গানে নাচতে দেখা যায় শুভশ্রীকেও। অভিনেত্রী লেখেন, ‘‘আমার স্বপ্ন।’’ মুম্বইয়ে এ দিনের অনুষ্ঠানে ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন রাজও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement