PG Admission 2025

স্নাতকোত্তরে ভর্তি হতে চান? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যমে রয়েছে সুযোগ

‘সেন্টার ফর ডিসট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে চলতি শিক্ষাবর্ষের জানুয়ারি পর্বের জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৭:২৪
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যমে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এর জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। ‘সেন্টার ফর ডিসট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে চলতি শিক্ষাবর্ষের জানুয়ারি পর্বের জন্য। বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়গুলিতে স্নাতকোত্তর করা যাবে, সেগুলি হল— বাংলা, ইংরেজি, নেপালি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং গণিত। পাশাপাশি, বিকম কোর্সে ভর্তির সুযোগও রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা এবং অন্যান্য বিষয়ে খোঁজখবরের জন্য বিশ্ববিদ্যালয়ের কলকাতার সল্টলেক, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি ক্যাম্পাসে যোগাযোগ করতে পারবেন আগ্রহীরা।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী সমস্ত নথি-সহ ভর্তির আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং কোর্স ফি-র বিষয়ে জানার জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement