Sonakshi Sinha

Sonakshi Sinha: জন্মদিনে মাঝরাতে কারও ফোন ধরেন না সোনাক্ষী, পাছে রেগে যান বাবা শত্রুঘ্ন!

সোনাক্ষীর জন্মদিনে বন্ধুরা রাত ১২টার পরে ফোন করতেই থাকবে। তাই আগেই ফোনটা সেরে নেন বাবা শত্রুঘ্ন। আর মেয়ে কী করেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ২০:০৫
Share:

বৃহস্পতিবার ৩৫ বছরে পা দিলেন ‘লুটেরা’র নায়িকা

মেয়ের জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানাবেন বাবা-ই। না হলেই মুখ ভার। ছোট থেকে এমনটাই চলে আসছে বলে জানান সোনাক্ষী সিনহা। বাবা শত্রুঘ্ন সিনহা এখন আসানসোলের ব্যস্ত সাংসদ। তবু নিয়মের অন্যথা হওয়ার জো নেই!

বৃহস্পতিবার ৩৫ বছরে পা দিলেন ‘লুটেরা’র নায়িকা। দূর থেকেই বাবার শুভেচ্ছাবার্তা হাজির। রাত ১২টা বাজার আগেই এল সেই ফোন। হাজার ব্যস্ততা থাক, মেয়ের জন্মদিন বাবার কাছেও যে বড্ড ‘স্পেশাল’।

Advertisement

১ জুন, রাত বারোটা বাজলেই সোনাক্ষীর বন্ধুরা মুখিয়ে থাকেন তাঁকে ফোন করবেন বলে। তবু প্রথম ফোনটা যতক্ষণ না বাবা করছেন, অন্য কারও ফোন ধরেন না অভিনেত্রী। সে কথা জানেন তাঁর বাবা-মাও। তাঁরাও তাই মাঝরাতের কয়েক মিনিট আগেই মেয়েকে ফোন করে নেন। পাছে পরে করলে ফোন ব্যস্ত পান!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement