তাদের বাবা-মায়েরা প্রায় সকলেই সেলিব্রিটি। কেউ ছোটপর্দা কাঁপান, তো কেউ বড়পর্দার নামকরা নায়ক-নায়িকা। এই মিল ছাড়া তাদের আরও একটি মিল রয়েছে। তাদের সকলেরই নামগুলো ‘জরা হটকে’। কারা রয়েছে সেই তালিকায়? দেখে নেওয়া যাক।
ছোটপর্দায় জনপ্রিয় মুখ কপিল শর্মা। তাঁর কমেডি সিরিয়াল দারুণ জনপ্রিয়। কপিল ও স্ত্রী গিন্নি ছত্রথের ফুটফুটে কন্যা সন্তানের নাম আন্যারা শর্মা।
সলমন খানের বোন অর্পিতা খান। তাঁর ও আয়ূষ শর্মার মেয়ের নাম আয়াত। তাঁদের বড় ছেলের নাম আহিল।
এষা দেওল ও ভরত তখতানির দ্বিতীয় সন্তানের নাম মিরায়া। আর এক কন্যার নাম রাধ্যা।
দেবী সরস্বতীর নাম অনুযায়ী সমীরা রেড্ডি তাঁর কন্যা সন্তানের নাম রেখেছেন ‘নাইরা’। সমীরার রয়েছে একটি ছেলেও৷ তার নাম হংস।
শ্রেয়াস তালপাড়ে ও দীপ্তি তালপাড়ের মেয়ের নাম আদ্যা। আদ্যা শব্দের অর্থ পৃথিবী।
মোহিত সুরি ও উদিতা গোস্বামীর প্রথম সন্তানের নাম দেবী। তাঁদের এক ছেলে রয়েছে। তাঁর নাম কর্ম।
গায়িকা সুনিধি চৌহান ছেলের নাম রেখেছেন তেঘ সোনিক।
শাহিদ কপূর ও মীরা রাজপুতের দ্বিতীয় সন্তানের নাম জেইন। শাহিদ-পুত্র জেইন শব্দের অর্থ সুন্দর।
বলিউড অভিনেতা নীল নীতিন মুকেশ ও তাঁর স্ত্রী রুক্ষ্মিণীর মেয়ের নাম নুরভি নীল মুকেশ।
অভিনেত্রী আসিন ও তাঁর স্বামীর ঘর আলো করে রয়েছে কন্যা আরিন।
গুল পনাগ আর ঋষি আট্টারি তাঁদের ছেলের নাম রেখেছেন নিহাল।
কল্কি কেঁকলা ও গাই হার্শবার্গের মেয়ের নাম স্যাফো।
ইমরান খান এবং অবন্তিকা মালিকের প্রথম কন্যা সন্তানের নাম ইমারা। এর অর্থ ‘দৃঢ় এবং অটল’।
বছর তিন আগের নবমীর রাতে কন্যা সন্তানের মা হয়েছেন সোহা। কুণাল খেমু ও সোহার কন্যার নাম ইনায়া নাওমি খেমু। ‘ইনায়া’ একটি আরবি শব্দ। যার অর্থ ঈশ্বরের উপহার।
রীতেশ দেশমুখ ও জেনেলিয়ার দুই পুত্র সন্তান। এক জনের নাম রাহিল। আর এক জনের নাম রিয়ান।