Sohini Sarkar

মিশে গেল দুটি ছায়া, রণজয়ের ঠোঁটে চুমু খেলেন সোহিনী

তাঁদের ইনস্টাগ্রাম এখন ‘ট্রাভেল ডায়েরিজ’। সিকিম, বারাণসী, তাজপুর, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪০
Share:

রণজয়-সোহিনী।

পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুটি ছায়া শরীর। কিছু দূর হেঁটে মিলে গেল হাতে হাত। তারপর ঠোঁটে ঠোঁট।

Advertisement

সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণুর প্রেমের এই দৃশ্য দেখা গেল অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে। অনুরাগীদের আরও একবার ‘কাপল গোলস’ দিলেন সোহিনী। ভালবাসা দিবসের দিন নিজেদের প্রেমের এই বিশেষ মুহূর্তকে সামনে এনে, নিঃশব্দেই যেন বলে দিলেন ভালবাসার কথা।


তাঁদের ইনস্টাগ্রাম এখন ‘ট্রাভেল ডায়েরিজ’। সিকিম, বারাণসী, তাজপুর, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। কখনও পাহাড়ে, আবার কখনও সমুদ্রতটে, নিজেদের ভালবাসার উষ্ণতা ছড়িয়ে বেড়াচ্ছেন সোহিনী-রণজয়। সম্ভবত সে রকমই কোনও এক ঘুরতে যাওয়ার ‘থ্রো ব্যাক’ ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন অভিনেত্রী।

Advertisement

সোহিনীর ইনস্টাগ্রাম স্টোরি।

শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি সোহিনী আর রণজয়। নেটমাধ্যমে নিজেদের সম্পর্কের বিশেষ মুহূর্তগুলি মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। ‘রিয়েল লাইফ’ থেকে ‘রিল লাইফ’-এও উত্তরণ ঘটেছে তাঁদের। মৈনাক ভৌমিক পরিচালিত ‘ব্রেক আপ স্টোরি’তে তাঁদের টক-ঝাল-মিষ্টি প্রেমের গল্প ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement