Surojit Chatterjee

Surojit Chattopadhyay: গানের আসল কথা উধাও, বসছে চটুল কিছু শব্দ, বিরক্ত সুরজিৎ চট্টোপাধ্যায়

তাঁর গানের আসল কথার বদলে অন্য কথা পছন্দ নয় গায়কের, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হবেন না তো? ভয় পাচ্ছেন গায়ক।

Advertisement

শ্যামশ্রী সাহা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৭:০৮
Share:

তাঁর গানে অন্য কথা বসিয়ে প্যারোডি হচ্ছে, বিরক্ত গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। এই নিয়ে ফেসবুকে নিজের মতামত পোস্টও করেছেন তিনি। এ বার কথা বললেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।

Advertisement

প্রশ্ন: আপনার গান নিয়ে প্যারোডি হচ্ছে বলে আপনি বিরক্ত, ফেসবুক পোস্টে দেখলাম।

সুরজিৎ: হ্যাঁ। প্যারোডি করা নিয়ে রোদ্দূর রায়ের অবস্থা দেখ, আমার গানে কী কথা বসাবে, গালিগালাজ করবে কে জানে! এই সব নিয়ে খুব বিরক্ত আমি।

Advertisement

প্রশ্ন: প্যারোডি গান নয়, গানের কথা নিয়ে আপনার আপত্তি?

সুরজিৎ: এক সময় প্যারোডি গান শিল্পের পর্যায়ে ছিল। আমিও প্যারোডি গান শুনে মজা পেতাম। এখন সেটা শিল্প আছে কি না, এই বিতর্কে আমি যাচ্ছি না। এখন তো ফ্লাইওভারের কাজ বন্ধ হয়ে গেলেও ‘তোমার দেখা নাই’ কথা নিয়ে ‘ফ্লাইওভারের দেখা নাই’ প্যারোডি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লোকে গালিগালাজ শুনতে, বলতে, পড়তে বেশি পছন্দ করে। আগে রকে বন্ধুবান্ধবদের মধ্যে যে ধরনের কথা হত এখন সোশ্যাল মিডিয়ায় সেই ধরনের কথা হয়। ‘বারান্দায় রোদ্দুর’ নিয়েও যদি এ রকম কিছু হয়, তার প্রভাব আমার উপর এলে তো সমস্যা।

প্রশ্ন: সেই দায় আপনার কেন হবে? বেশ কয়েক দিনের ঘটে যাওয়া ঘটনা দেখে আপনি কি ভয় পেয়েছেন?

সুরজিৎ: না ঠিক ভয় না। আসলে ‘বারান্দায় রোদ্দুর’ নিয়ে কোনও প্যারোডি হলে তার দায় আমার নয়, সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে রাখলাম।

প্রশ্ন: আপনার কি মনে হয়, গানের কথা বা গানের ব্যবহার নিয়ে কোনও নিয়ম থাকা উচিত?

সুরজিৎ: নিয়ম তো করা যাবে না। সোশ্যাল মি়ডিয়া তো সবার জন্য খোলা, সেখানে যে যা খুশি করতে পারে। আর এটাই আমার ভয়।

প্রশ্ন: কেকে-র মৃত্যু, রূপঙ্করের মন্তব্য এই সব কিছুই কি আপনাকে ভাবাচ্ছে?

সুরজিৎ: এই সবকিছুই সচেতন হতে শিখিয়েছে।

প্রশ্ন: অনুষ্ঠানে শ্রোতাদের উদ্দীপনা, হুল্লোড় শিল্পীদের ক্ষতি করে?

সুরজিৎ: না না, এটাই তো আমরা চাই। তবে ২০০০ দর্শকের জায়গায় ৭০০০ হলে অনেক রকম বিপদই হতে পারে।

প্রশ্ন ‘রঙ্গবতী’-র পর আর কোনও জনপ্রিয় গান আসেনি আপনার।

সুরজিৎ: সঙ্গীত পরিচালক হিসেবে আমার কাজ আসছে। ‘মহানগর থেকে দূরে’ ছবিতে আমি সঙ্গীত পরিচালনা করছি। আর একটা ছবির কাজও আছে, যার মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত।

প্রশ্ন: ‘রঙ্গবতী’-র জনপ্রিয়তার পর ‘টাপা-টিনি’-তে আপনাকে সঙ্গীত পরিচালক হিসেবে পাওয়া গেল না।

সুরজিৎ: সেটা আমি জানি না। পরিচালকের সিদ্ধান্ত। আগামী দিনে ‘উইন্ডোজ’-এর সঙ্গে আমার কাজ করার কথা আছে।

প্রশ্ন: প্রচলিত কোনও গানকে নতুন ভাবে আনবেন, না কি একেবারে নতুন গান?

সুরজিৎ: না না । প্রচলিত কোনও গান নয়, নতুন গান তৈরি হবে। গান লেখা, সঙ্গীতায়োজন সবটাই আমি করব। আমার আশা ‘রঙ্গবতী’-র মতো এই গানও জনপ্রিয় হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement