Subhasish Mukhopadhyay

Subhasish On Subhomoy Death: অভিষেকের পর শুভময়, আবারও বন্ধুবিয়োগ, শোকস্তব্ধ শুভাশিস

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৪:২৬
Share:

শুভময় চট্টোপাধ্যায় এবং শুভাশিস মুখোপাধ্যায়।

আবারও বন্ধুবিয়োগ। প্রয়াত জনপ্রিয় অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। বন্ধুর প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। সদ্য হারিয়েছেন বন্ধু অভিষেক চট্টোপাধ্যায়কে। আর তার পরেই এই ঘটনা। আনন্দবাজার অনলাইনের তরফ থেকে শুভাশিসের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনের ও পারে একরাশ মনখারাপ নিয়ে কথা শুরু করলেন অভিনেতা। বললেন, “সেই দূরদর্শনের দিন থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ। সেখান থেকেই শুরু বন্ধুত্বের। বড়ই মধুর সম্পর্ক ছিল আমাদের। কোনও দিন কোনও ঝগড়া হয়নি। দেখাসাক্ষাৎ কম হত। বড় মজার মানুষ ছিল শুভময়। হুল্লোড় করতে খুব ভালবাসত। কমেডি দারুণ করত। অসম্ভব ভাল গান গাইত শুভময়। বহুমুখী প্রতিভা এক কথায়। নিজের জীবন ঠিক পথে চালিত করলে আরও বড় জায়গায় থাকতে পারত। অসম্ভব ভাল লিখত। একসঙ্গে ‘মহালয়া’ ছবিতে কাজ করেছি কয়েক বছর আগেই। সেখানেও এক দারুণ রসায়ন তৈরি হয়েছিল। এই খবরটা শুনে সত্যিই কিছু ভাল লাগছে না। সদ্য অভিষেকের চলে যাওয়া। তার পর এ বার শুভময়। বন্ধুবিয়োগ ভীষণই বেদনাদায়ক।”

Advertisement

গত ১৬ মে ক্যানসারে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিলেন শুভময়। একাধিক ধারাবাহিক, নাটকে অভিনয় করেছেন। খাদ্যনালীতে ক্যানসার হয়েছিল তাঁর। ১৪ জুন সকাল সাড়ে ৮টা নাগাদ এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement