Sidharth Malhotra

‘ওকে নাও...’, প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়তেই থেমে গেলেন সিদ্ধার্থ

পুরনো প্রেম ভুলে গেলেও আলিয়ার পোষ্যকে কিছুতেই ভুলতে পারেননি সিদ্ধার্থ। পুরনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বার বার এডওয়ার্ডের কথাই বলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১১:১৬
Share:

সিদ্ধার্থ-আলিয়ার পুরনো প্রেম। —ফাইল চিত্র

প্রাক্তন প্রেমিকা এখন অন্য কারও স্ত্রী। অভিনেতা নিজেও অন্য সম্পর্কে রয়েছেন। এক সাক্ষাৎকারে পুরনো প্রণয়ের সম্পর্ক নিয়েই প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘‘প্রেমিকাকে কখনও পোষ্য উপহার দিতে নেই।’’তার ঠিক পরের প্রশ্ন ছিল, ‘‘আলিয়ার কাছে এমন কী রয়েছে যা আপনি চুরি করে নিতে চান?’’ এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘‘ওঁর পোষা বিড়াল। এডওয়ার্ড। ওকে নাও...’’ বলতে গিয়েই কথার মাঝে থেমে গেলেন সিদ্ধার্থ।

Advertisement

এই প্রথম বার নয়, এর আগেও অভিনেতাকে তাঁর প্রাক্তন প্রেমিকার পোষ্য প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। করণ জোহরের সঙ্গে আড্ডায় তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘‘পুরনো সম্পর্কের কোন জিনিস সব থেকে বেশি মিস কর?’’ তার উত্তরেও সিদ্ধার্থ বলেছিলেন, ‘‘ওঁর বিড়াল।’’

কথা প্রসঙ্গে অভিনেতা নানা ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কে থাকাকালীন আলিয়াকে একটি বিড়াল উপহার দিয়েছিলেন তিনি। এডওয়ার্ডের (পোষ্য বি়ড়ালটির নাম) সঙ্গে প্রায়শই আলিয়ার ছবি দেখা যায়।

Advertisement

বলিউডের একাংশের ধারণা, পুরনো প্রেম ভুলে গেলেও আলিয়ার পোষ্যকে কিছুতেই ভুলতে পারেননি সিদ্ধার্থ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement