Bollywood

বার বার উঠেছে যৌন হেনস্থার অভিযোগ, সরব হয়েছেন বলিউডের বহু পরিচিত মুখ, সাজিদ খান মানেই বিতর্ক

অহনা কুমরা থেকে সালোনি চোপড়া— বহু অভিনেত্রীই ‘মিটু’ আন্দোলনের সময় পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিগ বসের ঘরে সাজিদকে দেখে আবার তা নিয়ে জলঘোলা শুরু হয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৫:৩৪
Share:
০১ ১৮

সম্প্রতি ‘বিগ বস’-এর ঘর থেকে পরিচালক সাজিদ খানকে সরানোর দাবিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তীব্র নিন্দা করেছেন বহু অভিনেত্রীও।

০২ ১৮

২০১৮ সালে ‘মিটু’ আন্দোলনের সময় পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন ১০ জন তারকা। পরিচালক সমিতি থেকে সাজিদকে এক বছরের জন্য বরখাস্তও করা হয়েছিল। এত কিছুর পরেও সাজিদ বিগ বসের ঘরে এখনও কী করে দাপিয়ে বেড়াচ্ছেন, প্রশ্ন তুলেছেন অনেকেই।

Advertisement
০৩ ১৮

কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে সই করেন গায়িকা সোনা মহাপাত্রও। তা ছাড়াও মডেল-তারকা র‌্যাচেল হোয়াইট, অভিনেত্রী সিমরান সুরি, শার্লিন চোপড়ার মতো তারকারাও সাজিদকে পর্দায় দেখতে চান না বলে প্রতিবাদ জানিয়েছেন। এই অভিনেত্রীদের অনেকেই অতীতে সাজিদের যৌন লালসার শিকার হয়েছিলেন বলে অভিযোগ।

০৪ ১৮

এই রিয়্যালিটি শো’তে সাজিদ খানের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসে আরও নতুন তথ্য। প্রয়াত অভিনেত্রী জিয়া খানের বোন করিশ্মা পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। করিশ্মা জানান, তাঁর দিদি জোর করে সাজিদের ছবিতে কাজ করেছিলেন। চুক্তিপত্রে আগে থেকেই সই করেছিলেন জিয়া। কিন্তু ছবির কাজ শুরু হতেই অভিনেত্রী যৌন হেনস্থার সম্মুখীন হয়েছিলেন বলে অভিযোগ করেন করিশ্মা।

০৫ ১৮

অভিযোগ, ছবির চিত্রনাট্য পড়ার সময় জিয়াকে তাঁর অন্তর্বাস খুলতে বলেছিলেন সাজিদ। করিশ্মা নিজেও নাকি সাজিদের ‘কুনজরের’ শিকার হয়েছিলেন। বিবিসিতে প্রকাশ পাওয়া এক তথ্যচিত্র ‘ডেথ ইন বলিউড’-এ করিশ্মা তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘‘সাজিদের বাড়িতে আমি এবং আমার দিদি গিয়েছিলাম। রান্নাঘরের টেবিলে গা এলিয়ে বসে ছিলাম আমি। তখন আমার বয়স ১৬ বছর। আমার বসার ভঙ্গি ও পোশাকের ধরন লক্ষ করে সাজিদ জানান যে আমি নাকি যৌন সম্পর্কে লিপ্ত হতে চাই। দিদি তা শোনার পর প্রতিবাদ করে। তার পরেই আমরা ওঁর বাড়ি থেকে বেরিয়ে যাই।’’

০৬ ১৮

‘মিটু’ আন্দোলনে সাজিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মডেল-অভিনেত্রী পাওলা। ফিউশন লুক এবং স্কিনটোনের জন্য মুম্বইয়ে জনপ্রিয় তিনি। বিভিন্ন প্রসাধনী সংস্থার প্রচারের জন্য কাজও করেছেন পাওলা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সাজিদের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি।

০৭ ১৮

২০১০ সালে সাজিদ খানের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘হাউজফুল’ ছবিটি। এই ছবিতে একটি চরিত্র পাইয়ে দেওয়ার নামে পাওলাকে নগ্ন হওয়ার প্রস্তাব দেন সাজিদ বলে অভিযোগ জানান তিনি। শুধু তাই নয়, পাওলার শরীরে বি‌ভিন্ন জায়গায় স্পর্শ করে শারীরিক হেনস্থা করেন সাজিদ, নোংরা কথা বলেন বলেও অভিযোগ করেছেন পাওলা।

০৮ ১৮

বলিউডের ‘বি গ্রেড’ ছবির নায়িকা হিসাবে পরিচিত ছিলেন শার্লিন চোপড়া। সাজিদের বিরুদ্ধে তিনিও যৌন শোষণের অভিযোগ এনেছিলেন। ২০০৫ সালের এপ্রিল মাসে অভিনেত্রীকে কাজের সূত্রে ডেকে পাঠিয়েছিলেন সাজিদ নিজেই।

০৯ ১৮

ছবি নিয়ে কথাবার্তা এগিয়ে যাওয়ার কিছু দিন পর শার্লিন তাঁর বাবাকে হারান। এই খবর পাওয়ার পর আবার অভিনেত্রীর সঙ্গে দেখা করেন সাজিদ। অভিযোগ, কথোপকথনের মাঝে অভিনেত্রীকে নিজের যৌনাঙ্গ দেখান পরিচালক। এমনকি, যৌনাঙ্গ স্পর্শ করার নির্দেশও দেন শার্লিনকে। এমনটাই দাবি করেন অভিনেত্রী।

১০ ১৮

এই ধরনের কথা শোনার মতো মানসিক পরিস্থিতিতে নেই তা সাজিদকে জানালেও আবার একই প্রস্তাব দেন বলে অভিযোগ করেন শার্লিন। তার পরেও সাজিদের আচরণে কোনও বদল না হওয়ায় পরিচালককে ভর্ৎসনা করে বেরিয়ে যান শার্লিন। এই ঘটনার ১৬ বছর পর সাজিদের বিরুদ্ধে অভিযোগ এনে সরব হন শার্লিন।

১১ ১৮

এক সাংবাদিকও সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানান। ২০০০ সালের গোড়ার দিকে তিনি পরিচালকের বাড়িতে সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। অভিযোগ, সাক্ষাৎকারের সময় অশালীন কথা বলতে শুরু করেন পরিচালক। পরে কিছু ডিভিডি দেখানোর নাম করে ঘরের বাইরে বেরিয়ে যান সাজিদ।

১২ ১৮

ঘরে ফিরে আসার পর নিজের যৌনাঙ্গও প্রদর্শন করেন বলে অভিযোগ জানান তিনি। সাজিদ সেই সাংবাদিককে শারীরিক হেনস্থাও করে বলে অভিযোগ করেন তিনি। ‘মিটু’ আন্দোলনের সময় সাজিদ খানের বিরুদ্ধে এই অভিযোগের মাধ্যমে সরব হন সাংবাদিক।

১৩ ১৮

পরিচালকের বিরুদ্ধে ‘রেস থ্রি’ ছবির অভিনেত্রী সালোনি চোপড়াও যৌন হেনস্থার অভিযোগ আনেন। তিনি জানান, সাজিদের সঙ্গে ছবিতে কাজ করার সময় ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হন অভিনেত্রী। ছবির পোশাক পরে মহড়ার (কস্টিউম ট্রায়াল) সময় পরিচালক সেই ঘরে এসে অন্য মহিলাকে যৌন হেনস্থা করছিলেন বলে অভিযোগ করেন সালোনি।

১৪ ১৮

এমনকি পরিচালক তাঁকে নিজের যৌনাঙ্গ স্পর্শ করারও নির্দেশ দেন বলে অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। ‘মিটু’ আন্দোলনের সময়েই সাজিদের বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসে।

১৫ ১৮

সালোনি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আনলে মুখ খোলেন বলিউডের পরিচিত মুখ অহনা কুমরা।

১৬ ১৮

অভিনেত্রীর অভিযোগ, কাজের সূত্রে সাজিদের সঙ্গে দেখা করতে গেলে পরিচালক প্রশ্ন করেন, ‘‘তোমাকে যদি ১০০ কোটি টাকা দেওয়া হয়, তুমি কি কুকুরের সঙ্গে যৌনসঙ্গমে রাজি হবে?’’

১৭ ১৮

মডেল-অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট কাজের দৌলতে সাজিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কথাবার্তার শুরুতেই অশালীন ইঙ্গিত দিতে শুরু করেন পরিচালক। এমনটাই অভিযোগ করেন অভিনেত্রী।

১৮ ১৮

সাজিদ এমনও বলেন, ‘‘যদি ৫ মিনিটের মধ্যে আমাকে সিডিউস করতে পারো, তবে এই চরিত্রে তুমি অভিনয় করবে।’’ সাজিদের প্রস্তাব শুনে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন বলে দাবি করেন তিনি। ‘মিটু’ আন্দোলনের সময় পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে সরব হন র‌্যাচেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement