(বাঁ দিক থেকে) শ্বেতা ভট্টাচার্য, রিজ়ওয়ান রব্বানি শেখ, রণজয় বিষ্ণু ও মানালি দে। গ্রাফিক: সনৎ সিংহ।
নির্বাচনের ফলাফল নিয়ে সরগরম গোটা দেশ। সকাল থেকেই ফলাফলের দিকে নজর রাখছেন রাজ্য তথা দেশের মানুষ। এই অবস্থায় টালিগঞ্জের সিরিয়াল পাড়ায় কাজ কেমন চলছে, খোঁজ নিয়ে দেখল আনন্দবাজার অনলাইন।
রোজকার মতোই মঙ্গলবারও শুটিংয়ে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই শ্বেতা বললেন, ‘‘আমাদের এই মুহূর্তে ব্যাঙ্কিংয়ের খুব চাপ চলছে। আউটডোর চলছে। আজ এনটি-১-এ শুটিং হচ্ছে। সবার হাতেই ফোন রয়েছে। তাই দৃশ্যের শুটিংও হচ্ছে। তার মাঝে আমরা নজরে রাখছি, কারা কোন কেন্দ্রে এগিয়ে থাকছে বা পিছিয়ে যাচ্ছে।’’
ভোটের ফলাফল জানার ব্যস্ততা থাকলেও, শুটিংয়ে তার কোনও প্রভাব পড়ছে না। শ্বেতার কথায়, ‘‘ভোট দেওয়ার দিন আমাদের ছুটি ছিল। তাই শুটিংয়ে আজ প্রভাব পড়লে টেলিকাস্ট হত না। আমাদের হাতে ব্যাঙ্কিংও নেই। সেটার কাজ চলছে। পাশাপাশি, ভোটের খবরও শুনছি।’’
ভোটের ফলাফল নিয়ে জিজ্ঞাসা করতেই শ্বেতা বললেন, ‘‘রাজ্যে দিদি এগিয়ে আছেন। কিন্তু রাজনীতির আমি কিছুই জানি না। মূর্খই বলা যায় আমায়। তাই এই বিষয়ে বেশি কথা না বলাই ভাল।’’ তবে শুটিং ফ্লোরে রাজনীতি নিয়েও আলোচনা হচ্ছে। শ্বেতা বললেন, ‘‘কেউ বলছেন, তাঁদের পছন্দের দল এগিয়ে থাকছে। আবার কেউ বলছেন, শেষ অবধি অপেক্ষা করে যেতে অন্তিম ফলাফলের জন্য।’’
রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল। এই বিষয়ে অবশ্য অবাক নন অভিনেতা রিজ়ওয়ান রব্বানি শেখ। ‘বঁধূয়া’ ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ততার মাঝেই তিনি বললেন, ‘‘পশ্চিমবঙ্গে এই ফলাফল হবে, সেটা প্রায় সকলেরই জানা ছিল। সকলেই জানত, তৃণমূল এগিয়ে ছিল। তারাই থাকবে। আসনসংখ্যা কত হবে, তা হয়তো নিশ্চিত করে বলা যাচ্ছিল না। কিন্তু তৃণমূলই যে এগিয়ে থাকবে, তা আমরা সবাই জানি।’’ তাই গোটা দেশের ফলাফলের দিকে বেশি নজর রাখছেন রিজ়ওয়ান।
অভিনেতা বলছেন, ‘‘সবার হাতেই ফোন রয়েছে। শুটিং এর ফাঁকে সবাই ফলাফল দেখে নিচ্ছে। শেষ পর্যন্ত কী হবে, সেটা জানার অপেক্ষা করে আছে সবাই। কাল আমরা অন্য রকমের বুথফেরত সমীক্ষা দেখেছি। আজ আবার অন্য রকম দেখছি। এ সব নিয়ে আলোচনাও চলছে। তবে বোঝা যাচ্ছে, এক সংখ্যাগরিষ্ঠতায় এখনও পিছিয়ে রয়েছে বিজেপি। যে-ই আসুক, জোট বেঁধেই আসতে হবে। একটা ঐতিহাসিক দিন হতে চলেছে।’’ রিজ়ওয়ান যোগ করেন, ‘‘সবাই ভালই চায়। সেই আশা অনুযায়ীই ফল হচ্ছে। ১০ বছর আগের অবস্থাও আমরা দেখেছি। এখনও দেখছি। সকলে তো উন্নয়নটাই চায়।’’
অভিনেতা রণজয় বিষ্ণুও নির্বাচনের ফলাফলের মাঝে বললেন, ‘‘কী ফলাফল হচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি।’’ ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের অভিনেতা জানালেন, সকাল থেকেই সবাই ভোটের ফলাফল নিয়ে খোঁজ রাখছেন। শুটিং ফ্লোরও এই নিয়ে বেশ সরগরম। রণজয়ের কথায়, ‘‘সকাল থেকেই সবাই ভোটের ফলাফল দেখছি। তবে শুটিং হচ্ছে ঠিক মতোই। কিন্তু সকলেই সংবাদমাধ্যমে নজর রাখছি। ভারতে তো ভোটটা তো প্রায় উৎসবের মতো। তাই সবাই নিজের মনের মতো দল জিতবে, এই আশা করেন। সকলেই তাই ফলাফল দেখছেন। কেউ দেশের স্বার্থে, কেউ নিজের স্বার্থে। তবে বোঝা যাচ্ছে, চারদিকে কিছু একটা ঘটছে।’’
শুটিংয়ের ফাঁকে নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখছেন ঠিকই, কিন্তু সেই ভাবে এই নিয়ে আলোচনা হচ্ছে না। সবাই স্ক্রিপ্ট পড়তেই ব্যস্ত। জানালেন ‘কার কাছে কই মনের কথা’র অভিনেত্রী মানালি দে। অভিনেত্রী বলেন, ‘‘কাজের জায়গায় কাজটা তো করতেই হয়। তবে, খবর সব জায়গা থেকেই শুনছি। যে হেতু আমরা ধারাবাহিকে কাজ করি, তাই কাজ বন্ধ রাখার কোনও উপায়ই নেই আমাদের। তাই কাজ এবং খবর শোনা, দুটোই চলছিল। কাজ নিয়ে এতই ব্যস্ততা থাকে যে, এটা নিয়ে আলোচনা করার সময় হয়নি।’’