Jaya Bachchan

বাড়িতে সকলেই তারকা, কিন্তু গোটা পরিবারের প্রিয় কোন বাঙালি খাবার, ফাঁস করলেন নব্যা

নিজের পডকাস্টে পরিবারের নানা অজানা কথা দর্শকের সামনে তুলে ধরেন। এ বার বচ্চনরা কী খেতে ভালবাসেন, দিদাকে পাশে নিয়ে জানালেন নব্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৭:৫০
Share:

বচ্চন পরিবার কী খেতে ভালবাসেন জানালেন নব্যা। ছবি: সংগৃহীত।

বচ্চন পরিবারের অন্দরের খুঁটিনাটি, সদস্যদের সম্পর্কের সমীকরণ তুলে ধরেন নব্যা নন্দা। তিনি অমিতাভ বচ্চনের নাতনি। নিজের পড়াশোনার পাশাপাশি একটি পডকাস্ট শো করেন নব্যা। সেখানেই দিদা জয়া বচ্চন ও মা শ্বেতা বচ্চনকে সঙ্গে নিয়ে নিজের পরিবারের নানা কথা দর্শকের সামনে তুলে ধরেন। এ বার বচ্চনরা কী খেতে ভালবাসেন, দিদাকে পাশে নিয়ে জানালেন নব্যা।

Advertisement

বচ্চনরা যে অতিথিপরায়ণ সেই সুনাম রয়েছে বলিউডে। দীপাবলির পার্টি হোক বা অন্য কোনও অনুষ্ঠান, অতিথি আপ্যায়নে তাঁদের তুলনা নেই। তবে যে কোনও অনুষ্ঠানের আয়োজনের আগেই নাকি নব্যার মা ও দিদা খাতা-পেন নিয়ে বসে পড়েন। তার মূল আলোচ্য বিষয় হয় খাওয়াদাওয়া। অতিথিদের কী খাওয়ানো হবে সেটাই আলোচনার মস্ত বিষয়। যদিও বিস্তর আলোচনা হয় খাবারে কত ধরনের পদ থাকবে। তবে শেষমেশ দিদার ইচ্ছেমতোই পদ বাছা হয়।

এ ক্ষেত্রে শ্বেতা বলেন, ‘‘যে কোনও অনুষ্ঠানে খাওয়াদাওয়া খুবই গুরুত্বপূর্ণ। খাবার ভাল না হলে অনুষ্ঠাই সফল হয় না।’’ এ দিকে জয়া জানান, খাবারের পাশাপাশি অতিথি আপ্যায়নের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। তবে আলুর খোসা ভাজা খেতে ভালবাসে গোটা বচ্চন পরিবার। বাড়িতে সকলে তারকা হলেও খাবারের বিষয়ে একেবারে বাঙালি বাড়ির আলুর খোসা ভাজাই পছন্দ সকলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement