New Hindi Film

‘কে বলেছে তৃপ্তি বাদ?’ পরিচালক অনুরাগের কথায় ‘আশিকী ৩’ জট কাটবে অবশেষে?

কার্তিকের বিপরীতে নায়িকা হিসাবে তাঁকে নাকি না-ও দেখা যেতে পারে। এ-ও জানা গিয়েছিল, ছবির পরিচালকই নাকি বাদ দিয়েছেন তৃপ্তিকে। খবর ছড়ানোর ২৪ ঘন্টার মধ্যে মুখ খুললেন অনুরাগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৩:০৫
Share:

পরিচালক অনুরাগ বসুর ‘আশিকী ৩’-এ থাকছেন তৃপ্তি ডিমরি? ছবি: সংগৃহীত।

সপাট অস্বীকার তাঁর। “কে বলেছে এমন কথা?”, পাল্টা প্রশ্ন রেখেছেন। অনুরাগ বসু মুখ খুলতেই ফের দোলাচল ‘আশিকী ৩’ নিয়ে। সোমবার খবর মেলে, তাঁর আগামী ছবি থেকে নাকি বাদ পড়ছেন তৃপ্তি ডিমরি। কার্তিক আরিয়ানের বিপরীতে নায়িকা হিসাবে তাঁকে নাকি না-ও দেখা যেতে পারে। এ-ও জানা গিয়েছিল, ছবির পরিচালকই নাকি বাদ দিয়েছেন তৃপ্তিকে। খবর ছড়ানোর ২৪ ঘন্টার মধ্যে মুখ খুললেন অনুরাগ। বললেন, “তৃপ্তি ছবিতে থাকছেন না, এমন কথা আমি একবারও বলিনি। সে কথা তৃপ্তিও জানেন।”

Advertisement

তা হলে কি তৃপ্তি ছবিতে থাকছেন? তিনিই কি ছবির নায়িকা? সে বিষয়ে অবশ্য কোনও পাকা কথা দেননি পরিচালক। উল্টো দিকে মুখ বন্ধ রেখেছেন ‘ভুলভুলাইয়া ৩’ নায়িকাও। ফলে, ধোঁয়াশা বেড়েই চলেছে। অনুরাগের এই জবাব সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে চর্চা শুরু। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিক-তৃপ্তির রসায়ন ভাল লেগেছিল দর্শকদের। তাই তাঁদের আশা, ফের এই জুটির দেখা মিলবে পর্দায়।

ছবির আনুষ্ঠানিক ঘোষণার সময় থেকেই আলোচনার কেন্দ্রে ‘আশিকী ৩’। একাধিক নায়ক-নায়িকার নাম সে সময় প্রকাশ্যে এসেছিল। তাঁদের মধ্যে পরিচালক বেছে নিয়েছিলেন কার্তিক-তৃপ্তিকে। তার আগে ‘অ্যানিমেল’ মুক্তি পেয়েছে। ছবিতে রণবীর কপূরের বিপরীতে সাহসী দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তৃপ্তি। ফলে, তাঁকে পছন্দ হয়েছিল প্রযোজনা সংস্থারও। শোনা যাচ্ছে, অতি সাহসই নাকি কাল হয়ে দাঁড়িয়েছে। অত্যধিক শরীর দেখানোর ফলে সারল্য হারিয়ে ফেলেছেন নায়িকা। তাই নাকি ‘আশিকী ৩’ থেকে বাদ পড়তে পারেন তৃপ্তি। বাকিটা সময় বলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement