Aryan Khan

মুখে একফোঁটা হাসি নেই, বাবা শাহরুখ বলেই কি সর্ব ক্ষণ ভয়ে ভয়ে থাকেন আরিয়ান?

খুব একটা হাসতে বা অন্য তারকা সন্তানদের মতো আলোকচিত্রীদের সঙ্গে রসিকতা করতে দেখা যায় না আরিয়ানকে, কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৫:৪২
Share:

আরিয়ান খানের এমন গাম্ভীর্যের কারণ কী? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের অনুরাগী ছড়িয়ে রয়েছে বিশ্ব জুড়ে। বড় পর্দায় তাঁর ছবি এলে প্রেক্ষাগৃহ ভরে যেতে খুব বেশি সময় লাগে না। অসংখ্য মানুষের কাছে স্বপ্নের অভিনেতা তিনি। তাঁর এক ঝলক চাক্ষুষ করার জন্য দেশ বিদেশের মানুষ অপেক্ষা করে থাকেন। এমন তারকার সন্তান হওয়ার বাড়তি এক চাপ রয়েছে। আরিয়ান নাকি সেই বাড়তি চাপের শিকার। বাবার কারণেই নাকি আজ এমন হতে হয়েছে আরিয়ানকে।

Advertisement

আরিয়ানকে যখনই দেখা গিয়েছে সব সময়ই গম্ভীর। খুব একটা হাসতে বা অন্য তারকা সন্তানদের মতো আলোকচিত্রীদের সঙ্গে রসিকতা করতে দেখা যায় না তাঁকে। অনেকে তাঁকে অহঙ্কারী তকমাও দিয়েছেন। তবে আসলে নাকি মানুষটা তেমন নয়। নেটপ্রভাবী আশিস চাঁচলানির সম্প্রতি দেখা হয় আরিয়ানের সঙ্গে। শাহরুখ-পুত্রের সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতা যে বেশ ভাল, সে কথাই জানিয়েছেন আশিস। তিনি বলেন, ‘‘আরিয়ানের মতো সৎ মানুষ ইন্ডাস্ট্রিতে খুব কম। আমি ওঁকে এই জন্যই খুব ভালোবাসি। দারুণ একজন মানুষ। কোনও ভণিতা নেই আরিয়ানের মধ্যে।” সেই পডকাস্ট চ্যানেলের সাক্ষাৎকারে আশিস বলেন, “আমার মনে হয়, ওঁর বাবার নাম যে হেতু শাহরুখ খান, তাই আরিয়ান ভীষণ চাপের মধ্যে থাকেন। তবে নিজে কী চান, সেই বিষয়ে মারাত্মক স্পষ্ট ধারণা রয়েছে ওঁর মধ্যে। যখনই আরিয়ানের সঙ্গে কথা হয়েছে, মনে হয়েছে, ও ভীষণ চাপে রয়েছেন। তবে মনে প্রাণে তিনি পরিচালক ও লেখক হতেই চান। কখনওই অভিনেতা হতে চান না।’’ বিভিন্ন সময় দেখা গিয়েছে তারকা বাবা হওয়ার বাড়তি ওজন বয়ে বেড়াতে হয়েছে তাঁদের সন্তানের। সর্ব ক্ষণ তুলনাও টানা হয়েছে। তাই বাবার জুতোয় পা গলাতে চান না আরিয়ান।

এই মুহূর্তে শাহরুখ-গৌরীর নিজস্ব প্রযোজনা সংস্থার আধীনে একটি সিরিজ় পরিচালনা করছেন আরিয়ান, নাম ‘স্টারডম’। বহু তারকাখচিত এই সিরিজ়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ পাহওয়া, মোনা সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement