Shariful Raj

‘আমার বেডরুম এখন মজার পাত্র হয়ে গিয়েছে’, পরীমণি প্রসঙ্গে মুখ খুললেন রাজ

পরীমণির অন্দরের কথা এখন হাটেবাজারে। তাতেই বেশ ক্ষুব্ধ পরীমণির স্বামী শরিফুল রাজ। সম্পর্ক জোড়া লাগবে না, সাফ কথা অভিনেতার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৩:৩০
Share:

পরীমণির সঙ্গে সম্পর্ক এখানেই শেষ! মুখ খুললেন রাজ। ছবি: ফেসবুক।

বর্ষবরণের রাতে ফেসবুকে পোস্ট দিয়ে পরীমণি স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ইঙ্গিত দেন। তার পর টানা দু’-দিন ধরে ঘটে চলেছে নানা ঘটনা। পরীমণি একতরফা নানা অভিযোগে এনেছেন স্বামী ও শ্বশুরবাড়ির উপর। এই দু’দিনে প্রায় বেপাত্তা ছিলেন রাজ। তবে নতুন বছরে ছেলের সঙ্গে আদরমাখা ছবি দেন তিনি। কিন্তু পরীমণি সম্পর্কে একটিও কথা বলেননি অভিনেতা। অবশেষে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিনেতা। শুধু তা-ই নয়, পরীমণির উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘আমার বেডরুমটা ব্যক্তিগত জায়গা, যা হাটেবাজারে চর্চার বিষয় হয়ে গিয়েছে। আমি চুপচাপ থাকতে চাই। পরী এখন যা করছে, তার মন যা চাইছে করুক, আটকাব না।’’

Advertisement

শুধু তা-ই নয়, রাজ আরও বলেছেন আমি ‘‘কিছুই জানতাম না। কেন হচ্ছে, কী হচ্ছে। আমি ঘুমোচ্ছিলাম। এখন কথা বললে অনেক কিছু বলতে হবে। আমি চাই না এই প্রসঙ্গে আর কোনও চর্চা হোক।’’ কিন্তু পরীমণি যে তাঁর বিরুদ্ধে গার্হস্থ হিংসার মতো গুরুতর অভিযোগ এনেছেন, সে বিষয়টি সরাসরি নাকচ করে রাজ বলেন, ‘‘আমি স্পষ্ট বলছি, আমি কোনও ভুল করিনি।’’ তাঁদের দাম্পত্য যে ভাঙনের মুখে, সেটিও স্পষ্ট করেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘না, আর হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement