Shahid kapoor

Shahid Kapoor: এই একটি ছবি হাতছাড়া করার আক্ষেপ রয়ে গিয়েছে শাহিদের

রাকেশের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহিদ। ইচ্ছে থাকা সত্ত্বেও এ ছবিতে কাজ করতে পারেননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ২০:৩০
Share:

ইচ্ছে থাকা সত্ত্বেও এ ছবিতে কাজ করতে পারেননি শাহিদ।

‘রং দে বাসন্তী’ ছবিতে শাহিদ কপূরকে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণ সিঙ্ঘানিয়ার ভূমিকায় চেয়েছিলেন তাঁকে।

রাকেশের প্রস্তাব ফিরিয়ে দেন শাহিদ। কিন্তু সময়ের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও এ ছবিতে কাজ করতে পারেননি তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শাহিদ বলেছিলেন, “এই ছবিটি না করতে পেরে আফশোস হয়। চিত্রনাট্য পড়ে কেঁদে ফেলেছিলাম। আমার খুবই ভাল লেগেছিল। কিন্তু সময় বার করতে পারিনি।”

Advertisement

শাহিদের মতো ফারহান আখতারকেও এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাকেশ। তখন বলিউডে ফারহান কিছুটা নতুন। তবে সেই সময় ব্যস্ত ছিলেন ‘লক্ষ্য’ ছবির শ্যুটে। তাই শাহিদের মতোই ফারহানও ফিরিয়ে দিয়েছিলেন রাকেশকে। অবশেষে ছবিতে কর্ণ সিঙ্ঘানিয়ার ভূমিকায় অভিনয় করেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement