Shah Rukh Khan

মল্লিকা শেরাওয়াতের প্রতি নাকি দুর্বল আরিয়ান! ছেলের কাছে কোন আবদার করলেন শাহরুখ?

বেশ কয়েক বছর আগে কর্ণ জোহরের শো-এ আরিয়ানকে নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ যে উত্তর দেন, তাতে খানিক অপ্রস্তুত হয়ে পড়েন সঞ্চালক নিজেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:২৫
Share:

(বাঁ দিকে) মল্লিকা শেরাওয়াত। শাহরুখ খান এবং শাহরুখ-পুত্র আরিয়ান খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রেমজীবন নিয়ে চর্চা রয়েছে নানা মহলে। এমনিতেই বলিউড বাদশাহর ছেলে হওয়ার কারণে তাঁর জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে। তবে ছেলেমেয়েকে কখনও কঠোর অনুশাসনে মানুষ করেননি গৌরী-শাহরুখ। বরং তাঁদের বন্ধু হয়েই মেশেন। কিন্তু এ কী বললেন শাহরুখ?

Advertisement

এমনিতেই শাহরুখের রসবোধের প্রশংসা করেন তাঁর সমালোচকেরাও। বেশ কয়েক বছর আগে কর্ণ জোহরের শো-এ আরিয়ানকে নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ যে উত্তর দেন তাতে খানিক অপ্রস্তুত হয়ে পড়েন সঞ্চালক নিজেও।

সে বার কর্ণের কফির শো-এ শাহরুখের সঙ্গে এসেছিলেন কাজল। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল তাঁর ছেলে আরিয়ানের যদি মল্লিকা শেরাওয়াতের প্রতি দুর্বলতা তৈরি হয় তা হলে তিনি কী করবেন? যদিও সেই সময় আরিয়ান অনেক ছোট। এ দিকে তত দিনে সাহসী পোশাক, সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য মল্লিকা অল্প সময়েই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। স্বাভাবিক ভাবে তাঁকে নিয়ে উৎসাহ ছিল দর্শক মহলেও। তাই কর্ণের প্রশ্ন শুনে হাসতে হাসতে শাহরুখ জবাব দেন, “মল্লিকাকে যদি আমার ছেলের পছন্দ হয়, সে নিশ্চয়ই তার সঙ্গে খেলবেই, আর কী করবে! আমি বলব আমায়ও একটু খেলার সুযোগ করে দিতে।’’ শাহরুখের এ হেন উত্তর শুনে অবাক হয়ে যান কাজল।

Advertisement

আরিয়ান এখন প্রাপ্তবয়স্ক। খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটবে তাঁর। অভিনেতা হিসেবে নয়, পরিচালক হওয়ার ইচ্ছে আরিয়ানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement