Celeb Controversy

মা-মেয়ের দ্বন্দ্ব কাঠগড়ায়! এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রূপালির

অবশেষে পদক্ষেপ করলেন অভিনেত্রী। তিনি সরাসরি সৎমেয়েকে কিছু বলেননি। সমাজমাধ্যমেও মুখ খোলেননি। মানহানির মামলা দায়ের করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১২:৫২
Share:

রূপালি গঙ্গোপাধ্যায়ের মানহানির মামলা দায়ের এষা বর্মার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

লাগাতার অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিলেন তাঁর সৎমেয়ে এষা বর্মা। কখনও তাঁর অভিযোগ, সৎমা তাঁর বাবা অশ্বিন বর্মার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। কখনও তাঁর দাবি, রূপালি তাঁর মায়ের গয়না চুরি করেছেন। পরিবর্তে রূপালি সৎমেয়ের বিরুদ্ধে সমাজমাধ্যমে কোনও ক্ষোভ উগরে দেননি। মেয়েকে সরাসরিও কিছু বলেননি বলেই খবর। মঙ্গলবার সকালে তিনি এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন।

Advertisement

টানা কয়েক দিন ধরেই সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যম তোলপাড়। হঠাৎ করেই এষা অভিনেত্রী সৎমায়ের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। কখনও জানান, তাঁর মৃতা মা স্বপ্না বর্মাকে শারীরিক ভাবে আঘাত করেছিলেন রূপালি। কখনও তাঁর দাবি, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর পর মৃতা মায়ের অনুপস্থিতিতে তাঁদের বাড়িতে বাবার সঙ্গে সময় কাটাতেন। সেই সময়েই নাকি রূপালি স্বপ্নার গয়না চুরি করেন। বেশ কিছু দিন ধরে এই ধরনের অভিযোগ শোনার পর মঙ্গলবার পদক্ষেপ করেন ‘অনুপমা’ অভিনেত্রী। তাঁর আইনজীবী সানা রইস খান সংবাদমাধ্যমে জানান, সম্মানরক্ষার তাগিদে রূপালি অবশেষে মেয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এষা নিজেকে প্রচারের আলোয় আনতে সৎমায়ের বিরুদ্ধে লাগাতার কুৎসা ছড়িয়ে চলেছেন। এতে সমাজে এবং পেশার দুনিয়ায় রূপালির সম্মানহানি ঘটছে। দীর্ঘ দিন ধরে তিনি সুনামের সঙ্গে কাজ করছেন। এষার বক্তব্য তাঁর সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পাশাপাশি, অকারণ দুর্নামের জন্য তিনি মানসিক দিক থেকেও বিপর্যস্ত। এর পরেও রূপালি চুপ থাকলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। তাই এই পদক্ষেপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement