Varun Dhawan

রণবীরের পর বরুণ, গায়ে সুতোটুকু রাখলেন না! নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেতা

‘সিটাডেল: হানি বানি’ সিরিজ়ে নগ্ন দৃশ্যে বরুণ ধওয়ান। অভিনেতার উন্মুক্ত পশ্চাদ্দেশ দেখা গিয়েছে পর্দায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৩৯
Share:

নীবিবন্ধ শিথিল হল, দেখা গেল নিতম্ব, রণবীরের পর এ বার বরুণ। ছবি: সংগৃহীত।

চরিত্রের খাতিরে কত কিছুই না করতে হয় তারকাদের। কখনও ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হতে হয়, কখনও আবার নিরাবরণ হতে হয়েছে তারকাদের। রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় ভারতে মুক্তি পেল ‘সিটাডেল: হানি বানি’। হলিউডের মূল সিরিজ়ে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং রিচার্ড ম্যাডেন।

Advertisement

ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় রয়েছেন বরুণ ধওয়ান ও সামান্থা রুথ প্রভু। এই সিরিজ়ের একটি দৃশ্যে বরুণকে নগ্ন অবিস্থায় দেখা গিয়েছে। অভিনেতার উন্মুক্ত পশ্চাদ্দেশ দেখা গিয়েছে পর্দায়। তবে বরুণ একা নয়, নিজের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-তে এমনই সাহসী দৃশ্যে দেখা যায় রণবীর কপূরকে। এক সময় একটি ম্যাগাজ়িনের জন্য শুট করতে গিয়ে ক্যামেরার সামনে উলঙ্গ হন রণবীর সিংহ। বেশ হইচই হয় রণবীর সিংহের সেই ছবি নিয়ে। এ বার নিজের এই সাহসী পদক্ষেপ নিয়ে কোন স্বীকারোক্তি করলেন বরুণ?

ইতিমধ্যেই ‘হানি বানি’ সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। বরুণের অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। পাশাপাশি দর্শকের নজর কেড়েছে বরুণের কয়েক সেকেন্ডের এই দৃশ্যে। শরীরের সুতোটুকু নেই, পশ্চাদ্দেশ উন্মুক্ত। নেটগরিকদের এক জন লিখে বসলেন, ‘‘সিটাডেল-এ উলঙ্গ ভেড়িয়াকে (বরুণের ছবির নাম) দেখে নিলাম।’’ তাতেই বরুণ পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘‘আরে, মাত্র কয়েক সেকেন্ডর জন্য ভীষণ রকম সৃজনশীলতার সঙ্গে শুট করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement