উর্বশীর ‘দাবিডি দিবিডি’ নাচের অভিজ্ঞতা। ছবি: সংগৃহীত।
উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের ‘দাবিডি দিবিডি’ গানে নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকের। কী ভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, গান মুক্তির কিছু ক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। অনেকেই আবার সোজাসুজি একে ‘কুরুচিকর’ নাচ বলে দাগিয়ে দিয়েছেন। প্রবল রোষের মুখে পড়তে হয় উর্বশী ও নন্দমুরিকে। যদিও বক্স অফিসে ছবি নাকি সফল হয়েছে, এমনই দাবি প্রযোজকদের। সেই উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়। সেই পার্টির ভিডিয়ো প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন অনেকে। যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য এলে তার কাঁটাছেড়া হবে বলেই জানালেন উর্বশী। তিনি স্পষ্ট জানান, এই নাচ নিয়ে চারপাশে যে বিতর্ক চলছে, সে বিষয়ে তিনি অবগত। উবর্শী জানান, নানা মানুষের নানা ধরনের মতামত থাকবেই আর সেটা গ্রহণ করতে তিনি প্রস্তুতও। তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ‘‘ওঁর মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। আমাদের দু’জনের এই কাজ শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন। ওঁর সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়। বরং, এটা আমাদের যৌথ পরিশ্রমের ফল। ওঁর সঙ্গে কাজ করা স্বপ্ন সত্যি হওয়ার মতো।’’