Shah Rukh Khan

Aamir-Shah Rukh: বিগ বি-র সামনে ধূমপান করা যাবে কী করে, আমিরকে শিখিয়েছিলেন শাহরুখ!

সামনে খোদ অমিতাভ বচ্চন। সিগারেট খাবেন কী করে! সে বুদ্ধি আমির খানকে দিয়েছিলেন সহ-অভিনেতা। তাঁর নাম? শাহরুখ খান!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ২০:০৪
Share:

অমিতাভকে নিয়ে ভয়ে ছিলেন আমির, সাহস জোগান শাহরুখ!

একে গুরুজন, তায় আবার খোদ বিগ বি! তাঁর সামনে সিগারেট খাওয়া যায় নাকি! এ দিকে, বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলেই নয়! আমির খান পড়েছিলেন মহা বিপদে। তার পর? মুশকিল আসান হয়ে দেখা দিলেন আর এক খান! মুম্বই সংবাদমাধ্যমের কাছে এ গল্প শুনিয়েছিলেন আমির নিজেই।

Advertisement

তখন ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে বলিউডের ‘শাহেনশা’র সঙ্গে অভিনয় করছেন আমির। সেখানেই অমিতাভ বচ্চনের সামনে ধূমপানে বড্ড অস্বস্তি হচ্ছিল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর। শটের ফাঁকে উসখুস করছেন, এ দিকে উপায়ও মিলছে না।

একই স্টুডিয়োয় শ্যুটিং করছিলেন শাহরুখও। টিনসেলনগরীর ধূমপায়ীদের তালিকায় তাঁর তালিকাও একেবারে প্রথম দিকেই। অতএব, সটান তাঁর কাছেই হাজির ‘মঙ্গল পাণ্ডে’। এবং সমস্যার সমাধান নিমেষে!

Advertisement

শাহরুখকে আমির জিজ্ঞেস করেন, অমিতাভের সামনে সিগারেট খাওয়া যায় কি না। বলিউডের ‘বাদশা’র বরাভয়, ‘‘অবশ্যই যায়। আমি তো ওঁর সামনেই খাই।’’ নার্ভাস আমিরের পরবর্তী প্রশ্ন, ‘‘প্রথম বার সিগারেট ধরিয়েই যদি ওঁর মুখোমুখি পড়ে যাই? কী যে হবে তখন!’’ এ বারে মোক্ষম পরামর্শ শাহরুখের কাছ থেকে— ‘‘প্রথমে দূরে দাঁড়িয়ে শুরু কর। তার পরে রোজ একটু করে কাছাকাছি এগিয়ে এসো সিগারেট হাতে। ব্যস!’’

অমিতাভের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গম’, ‘বীর-জারা’, ‘পহেলি’ ছাড়াও ‘ভূতনাথ’ এবং ‘ভূতনাথ রিটার্নস’-এ একসঙ্গে কাজ করেছেন ‘শাহেনশা’ এবং ‘বাদশা’। তবে আমিরের সঙ্গে এই একটিমাত্র ছবিতেই কাজ করেছেন বিগ বি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement