Shah Rukh Khan

আলিবাগ থেকে ফেরার পথে চোট পেলেন শাহরুখ! কোলে পোষ্যকে নিয়ে টাল সামলাতে পারলেন না বাদশাহ?

পরনে ডেনিম প্যান্ট ও কালো হুডি আর কোলে ছোট্ট সারমেয়। এই ভাবেই আলিবাগ থেকে ফিরছিলেন শাহরুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯
Share:

চোট পেলেন শাহরুখ। ছবি: সংগৃহীত।

চোট পেলেন শাহরুখ খান। ছুটি কাটাতে আলিবাগ গিয়েছিলেন অভিনেতা। রবিবার সেখান থেকে মুম্বই ফেরেন সপরিবার। জানা গিয়েছে, জেটিতে ওঠার সময়ে চোট পান বলিউডের বাদশাহ। সেই সময়ে শাহরুখের কোলে তাঁর পোষ্য কুকুরটিও ছিল।

Advertisement

পরনে ডেনিম প্যান্ট ও কালো হুডি আর কোলে ছোট্ট সারমেয়। এই ভাবেই আলিবাগ থেকে ফিরছিলেন শাহরুখ। প্রায় গোটা মুখই ঢাকা ছিল হুডিতে। তখনই বেকায়দায় হোঁচট খান শাহরুখ। হোঁচট খেয়ে মাথায় ধাক্কা লাগে তাঁর। জানা যাচ্ছে, হুডির জন্যই ঠিক করে দেখতে পাচ্ছিলেন না শাহরুখ। সেই কারণেই হোঁচট খেয়ে চোট লাগে তাঁর।

সঙ্গে সঙ্গে ওষুধপত্র নিয়ে ছুটে আসেন শাহরুখের দেহরক্ষী ও তাঁর দলের কর্মীরা। তবে এই চোট খুব একটা গুরুতর নয় এবং শাহরুখ বর্তমানে সুস্থ রয়েছেন। যদিও খবর ছড়াতেই চিন্তিত হয়ে পড়েন অভিনেতার অনুরাগীরা।

Advertisement

পরিবার নিয়ে ছুটি কাটাতে আলিবাগ গিয়েছিলেন শাহরুখ। বাদশাহের সঙ্গে এ দিন তাই ফিরতে দেখা যায় গৌরী খান, সুহানা খান ও আব্রামকেও। কিছু দিন আগেই শাহরুখের আলিবাগের বাড়ির সামনে সুহানার সঙ্গে দেখা যায় তাঁর চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দাকে। এ দিন অগস্ত্যও ফিরেছেন খান পরিবারের সঙ্গে।

শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ‘ডাঙ্কি’ ছবিতে। পর পর তাঁর তিনটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। বলা ভাল, গত বছর বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ। বর্তমানে তিনি ব্যস্ত আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন ও সুহানা খানও। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম আত্মপ্রকাশ সুহানার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement