Sujay Krishna Bhadra

‘কালীঘাটের কাকু’ আপাতত স্থিতিশীল, হাসপাতালে রাখা হয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে

হাসপাতাল সূত্রে খবর, নতুন করে শারীরিক অবস্থার অবনতি হয়নি সুজয়কৃষ্ণ ভদ্রের। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট জমা পড়তে পারে আদালতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৫:২৪
Share:

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতারির পর বেশ কয়েক বার অসুস্থ হয়েছেন। সোমবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। —ফাইল চিত্র।

এখনও হাসপাতালে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। আলিপুরের ওই হাসপাতাল সূত্রে খবর, নতুন করে তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে। বেশ কিছু শারীরিক পরীক্ষাও করানো হয়েছে তাঁর। আপাতত হাসপাতালের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে সুজয়কৃষ্ণকে।

Advertisement

নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ দীর্ঘ দিন ধরেই অসুস্থ। জেল হেফাজতেই তাঁর চিকিৎসা চলছিল। জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘ দিন। অসুস্থতার কারণে একাধিক বার আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি সশরীরে হাজিরা দিতে পারেননি। সিবিআই তাঁকে হেফাজতে নিতে চাইলেও গরহাজিরার জেরে সেই প্রক্রিয়া পিছিয়ে গিয়েছিল বার বার। পরে ইডির মামলায় চার্জ গঠনের সময়ে তিনি আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন। কিন্তু সোমবার সকালে আবার অসুস্থ হয়ে পড়েন ‘কাকু’। জেল সূত্রে খবর, সোমবার সকালে হঠাৎই সংজ্ঞা হারান তিনি। এর পরেই তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

পরে সুজয়কৃষ্ণের আইনজীবী তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের জন্য আদালতে আবেদন জানান। বিচার ভবন থেকে সেই আবেদন মঞ্জুর হওয়ায় সোমবার সন্ধ্যাতেই এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত ওই বেসরকারি হাসপাতালেই সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ‘কালীঘাটের কাকু’।

Advertisement

বিচার ভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া চলছে। সোমবারও শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ‘কালীঘাটের কাকু’-র শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি সম্ভব হয়নি সে দিন। বৃহস্পতিবার এই সংক্রান্ত পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা কেমন রয়েছে, সে বিষয়ে আদালতে একটি রিপোর্টও জমা দেওয়ার কথা রয়েছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement