Aryan Khan Controversy

ছেলে আরিয়ানের প্রতি টান থেকেই কি শাহরুখের ‘জওয়ান’-শপথ? নতুন ঝলকেও সেই ‘বাপ-ব্যাটা’ বার্তা

ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই শুরু হয়েছিল কানাঘুষো। ২০২১ সালে মাদককাণ্ডে আরিয়ানের নাম জড়ানো নিয়েই কি অবশেষে মুখ খুললেন বাদশা? ‘জওয়ান’-এর সাম্প্রতিকতম ঝলকে বাড়ল সেই জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১০
Share:

শাহরুখ খান ও আরিয়ান খান। ছবি: সংগৃহীত।

‘বেটেকো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর’। বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল’। ৩১ অগস্ট ‘জওয়ান’-এর প্রচার ঝলক প্রকাশ্যে আসার পরে শাহরুখ খানের মুখে এই সংলাপ শুনে তৈরি হয়েছিল জল্পনা। ২০২১ সালে মুম্বই মাদককাণ্ডে ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরে কখনও তা নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি শাহরুখ। তবে কি নিজের ছবির মাধ্যমেই বিশেষ কাউকে বার্তা দিতে চাইছেন বলিউডের বাদশা? কৌতূহল তৈরি হয়েছিল দর্শক ও অনুরাগী মহলে। সেই জল্পনা আরও এক বার উস্কে দিলেন শাহরুখ নিজেই। ‘জওয়ান’-এর সাম্প্রতিকতম ঝলকে ফের উঠে এল ‘বাপ-বেটা’, অর্থাৎ বাবা ও ছেলের প্রসঙ্গ।

Advertisement

গত ৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। ইতিমধ্যেই বিশ্বজোড়া বক্স অফিসে ৬০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাটলি পরিচালিত এই ছবি। ছবির সাফল্যের উদ্‌যাপনে সমাজমাধ্যমের পাতায় নতুন ঝলক শেয়ার করলেন শাহরুখ নিজে। সেই ঝলকেও বলিউডের বাদশার গলায় একই সুর। ছেলের সামনে সর্বদা ঢাল হয়ে খাড়া থাকবেন তিনি, প্রতিজ্ঞা শাহরুখের। তবে কি আরও এক বার পরোক্ষেই আরিয়ানকে যে কোনও মূল্যে রক্ষা করার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তাঁর বাবা?

২০২১ সালের শেষের দিকে মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানের। আরব সাগরে কর্ডেলিয়া প্রমোদতরীতে মাদক পাচারের খবর পেয়ে অভিযান চালায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই মাদক পাচারের অভিযোগে পাকড়াও করা হয় আরিয়ানকে। স্রেফ অভিযোগের ভিত্তিতে প্রায় মাসখানেক হাজতবাসও হয়েছিল আরিয়ানের। ২৫ দিন পরে জেল থেকে ছাড়া পেয়েছিলেন আরিয়ান। পরে অবশ্য নির্দোষ প্রমাণিত হন শাহরুখ-পুত্র। সেই সময় সংবাদমাধ্যমের হাজার প্রশ্নের সামনেও মুখ খোলেননি শাহরুখ। আরিয়ান বাড়ি ফেরার পরেও টুঁ শব্দটি করেননি বলিউডের বাদশা। অনুরাগীদের ধারণা, নিজের ছবির মাধ্যমেই এ বার চক্রান্তকারীদেরই উত্তর দিচ্ছেন বাদশা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement