বিজয় সেতুপতি এবং নয়নতারার মতো দক্ষিণী তারকার সঙ্গে শাহরুখের জোট নিয়ে এখন থেকেই রোমাঞ্চ টের পাচ্ছেন অনুরাগীরা। ছবি—টুইটার
‘জওয়ান’ আসছে। মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। তবে নায়ক নিজমুখে এক বার না বললে কি হয়! টুইট করে অনুরাগীদের উন্মাদনার পারদ আরও এক ধাপ চড়িয়ে দিলেন শাহরুখ খান। সবাইকে ধন্যবাদ দিয়ে নিজের মুখের একটি ছবি পোস্ট করলেন তিনি।
মোনোক্রোম ছবিতে ‘বাদশা’র আলুথালু চুল, ঘামে ভেজা। মুখে নায়োকোচিত ভাব। সরাসরি ভক্তদের সঙ্গে এ ভাবেই সংযোগ রাখেন তিনি। ছবি দেখে আপ্লুত সকলে। হাজার হাজার মন্তব্যে ভরেছে শাহরুখের পোস্ট। কী লিখেছেন শাহরুখ তাঁর ছবির সঙ্গে?
‘পাঠান’-এর সময়েও দেখা গিয়েছিল একই ঘটনা। কোনও বিজ্ঞাপনী প্রচার দরকার হয়নি, দর্শকের হৃদয় জয় করতে একাই ওস্তাদ নায়ক। ‘জওয়ান’-এ শাহরুখের মুখে ব্যান্ডেজ করা ছবির পোস্টার ছড়িয়ে গিয়েছিল সমাজমাধ্যমে। সে ছবিই মনে গেঁথে রয়েছে অনুরাগীদের। তবে আসল চেহারাতেই ভক্তদের হৃদয়ে নিজেকে দেখতে চান নায়ক। তাই শনিবার সন্ধ্যায় নিজের মুখের ছবি দিয়ে লিখলেন, “অনেকেই বলছিলেন ‘জওয়ান’-এ আমার মুখ দেখতে পাচ্ছিলেন না... তাই মুখ দেখালাম। পরিচালক কিংবা প্রযোজককে বলবেন না যেন!”
এর পরই অভিনেতা তাঁর অনুরাগীদের উদ্দেশে জানান, সবাইকে খুব খুব ভালবাসেন তিনি। আগামী ৭ সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে সবাইকে আমন্ত্রণও জানান নায়ক। সে দিনই যে মুক্তি পাবে গৌরী খান প্রযোজিত ছবি ‘জওয়ান’।
একই বছরে শাহরুখের দু’খানা ছবি! তবে দিনক্ষণ প্রকাশ্যে না আসায় এত দিন উৎকণ্ঠা ছিল। ২০২২ সালের জুন মাসে ‘জওয়ান’-এর প্রথম ঝলক সাড়া ফেলেছিল নেটদুনিয়ায়। সারা মুখে, হাতে ব্যান্ডেজ জড়ানো শাহরুখকে দেখে শিউরে উঠেছিলেন অনুরাগীরা। ‘জওয়ান’-এ নতুন ‘বাদশা’কে আবিষ্কার করার তর সইছে না সেই থেকেই। বিজয় সেতুপতি এবং নয়নতারার মতো দক্ষিণী তারকার সঙ্গে শাহরুখের জোট নিঃসন্দেহে উপভোগ্য হবে, যা নিয়ে এখন থেকেই রোমাঞ্চ টের পাচ্ছেন অনুরাগীরা। ‘জওয়ান’-এর পর শাহরুখকে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে।