ক্যামেরার জলকেলি, ঝিঁঝিঁ পোকার কলরব, জোঁকের ইতিউতি ভ্রমণ— প্রতি মুহূর্তেই চমক! এ ভাবেই শ্যুট হল ‘আসমানী ভোর’। পরিচালক সায়নদীপ চৌধুরী তাঁর ছবির সেট ফেলেছিলেন মুর্শিদাবাদে, আজিমগঞ্জের খাটুয়া গ্রামে। নায়ক-নায়িকা কিঞ্জল নন্দ এবং পূজারিণী ঘোষের সঙ্গে গোটা একটি দিন সেট ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন।
পর্দার পিছনে কেমন ভাবে সময় কাটালেন কলাকুশলীরা? তারই কিছু ঝলক আনন্দবাজার অনলাইনে। কিঞ্জল-পূজারিণী ছা়ড়াও দেবদূত ঘোষ, রাহুল দেব ঘোষ, মধুমিতা সেনগুপ্ত, অমিত সাহার মতো শিল্পীরা থাকছেন ছবির বিভিন্ন চরিত্রে।
বহুরূপীদের জীবন নিয়ে গল্প লিখেছেন পরিচালক সায়নদীপ । ধর্মীয় টানাপড়েন কাহিনির মূল চরিত্র। প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবিতে কিঞ্জল-পূজারিণীর জুটিকেই চেয়েছিলেন পরিচালক। চার-পাঁচ মাস ধরে এই ছবির প্রস্তুতি নিয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা সায়নদীপ।