এক দিকে ধানক্ষেত। এক দিকে ঝিল। মাঝে জঙ্গল। চার দিকে সবুজ। গ্রামের নাম খাটুয়া। মুর্শিদাবাদের আজিমগঞ্জের সাগরদিঘি থানার এই গ্রামই অভিনেতা কিঞ্জল নন্দ এবং অভিনেত্রী পূজারিণী ঘোষের নয়া ঠিকানা। ১৫ দিনের জন্য তাঁরা সেখানেই ঘর পেতেছিলেন। সঙ্গে ছিলেন সায়নদীপ চৌধুরী পরিচালিত ‘আসমানী ভোর’-এর বাকি কলাকুশলীরা। তারই মধ্যে এক দিন সেই ছবির শ্যুটিং দেখতে হাজির আনন্দবাজার অনলাইন। আড্ডা, গল্প, গানে গানে কাজ। ব্যস্ততার ফাঁকে ছবির নায়ক কিঞ্জলের গলায় গান শোনার লোভ ছাড়তে পারেনি কলাকুশলীরা। কিন্তু তার আগে প্রেক্ষাপট সাজিয়ে নেওয়া দরকার যে! তাই ঝিলের পাড়ে বাঁধা নৌকায় চেপে বসলেন নায়ক-নায়িকা। দোতারা হাতে নৌকার দুলুনিতে গলা ছেড়ে গান ধরলেন কিঞ্জল। জলের ধারে বসে ‘ও এ বার আমি যদি ডুবে মরিও’-র সুরে ডুব দিলেন পূজারিণীও!