Entertainment News

বর্ষবরণের রাতে নিখিলের বাহুলগ্না সৌরসেনী! অবশেষে প্রেমে সিলমোহর?

বহু দিন ধরেই টলি পাড়ায় ফিসফাস, শাড়ি ব্যবসায়ী নিখিল জৈন ফের এক নায়িকার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন। তাঁর শাড়ি বিপণির মুখও ছিলেন সেই নায়িকা এক সময়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৮:২০
Share:

নিখিলের সঙ্গে প্রেমে সিলমোহর দিলেন সৌরসেনী? ছবি: সংগৃহীত।

বহু দিন ধরেই জল্পনা, সম্পর্কে রয়েছেন সৌরসেনী মৈত্র ও নিখিল জৈন। অবশেষে সিলমোহর পড়ল প্রেমে। নতুন বছরের প্রথম দিনই প্রেমে সিলমোহর দিলেন অভিনেত্রী। বর্ষবরণের রাতে এক পার্টিতে পৌঁছে গিয়েছিলেন যুগল। সেখান থেকেই একটি ছবি সৌরসেনী ভাগ করে নিলেন সমাজমাধ্যমে।

Advertisement

বর্ষবরণের রাতে নিখিলের বাহুলগ্না তিনি। পরস্পরের চোখে চোখ। ছবিই স্পষ্ট করে দেয়, প্রেমের জল্পনা মোটেই মিথ্যে নয়। একসঙ্গে অনেকটা পথই হেঁটে এসেছেন তাঁরা। এ দিন সৌরসেনী বেছে নিয়েছিলেন ঝলমলে অফ শোল্ডার পোশাক। আর নিখিলের পরনে কালো ব্লেজ়ার সুট। ইনস্টাগ্রাম স্টোরিতে ঘনিষ্ঠ ছবি ভাগ করে সৌরসেনী লেখেন, “হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল।”

বহু দিন ধরেই টলি পাড়ায় ফিসফাস, শাড়ি ব্যবসায়ী নিখিল জৈন ফের এক নায়িকার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন। এক সময় তাঁর শাড়ি বিপণির মুখও ছিলেন সেই নায়িকা। তিনি যে সৌরসেনী মৈত্র, তা নিয়ে আর কোনও সংশয় রইল না। ২০২৩-এ বারাণসীতে এক বিজ্ঞাপনী শুটিং করতে গিয়েই নাকি প্রেম শুরু দু’জনের। তবে এত দিন তাঁরা মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে সেই প্রেম এল প্রকাশ্যে।

Advertisement

প্রেমে কি সিলমোহর?

নুসরত জাহানের সঙ্গে নাম জড়ানোর পর থেকে বিনোদন জগতের পরিচিত মুখ নিখিল। ২০১৯ সালে নিখিলের সম্পর্ক শুরু। বিয়ে হয়েছে বলেও সকলে অবহিত ছিলেন। তবে সম্পর্ক ভাঙার সময় বিয়ের কথা অস্বীকার করেছিলেন নুসরত। তার পর কেটে গিয়েছে অনেকটা সময়। নুসরতের জীবনে এখন যশ দাশগুপ্ত। অন্য দিকে নিখিল ও সৌরসেনী পরস্পরের প্রেমে মজে। তাই এই সোহাগী ছবি বর্ষ শুরুর দিন। এখন অনুরাগীদের অপেক্ষা, কবে বিয়ের কথা ঘোষণা করবেন সৌরসেনী-নিখিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement