Sara Ali Khan

Sara Ali Khan On Sushant: প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, প্রথম চাঁদ দেখা, সুশান্তের মৃত্যবার্ষিকীতে আবেগঘন সারা

১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। নায়কের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ সারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৯:১২
Share:

সুশান্ত সিংহ রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ সারা আলি খান।

‘প্রথম ক্যামেরার সামনে শট দেওয়া থেকে প্রথম টেলিস্কোপে চাঁদ দেখা। সবই তো তোমার হাত ধরে৷’ সুশান্ত সিংহ রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগঘন সারা আলি খান। তাঁর জীবনের প্রথম নায়ক তিনি। নায়িকার জীবনের অনেকগুলো প্রথমের সঙ্গে জড়িয়ে সুশান্তের নাম। সেই দিন, সেই স্মৃতিগুলি আরও এক বার ফিরে এল সারার পোস্টে। নায়কের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি নেটমাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী। ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সারা লেখেন, 'প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে প্রথম বার টেলিস্কোপে বৃহস্পতি, চাঁদ দেখা। সবই তো তোমার হাত ধরেই। অনেক ধন্যবাদ আমাকে এই মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য। এই পূর্ণিমার রাতে যখনই আকাশের দিকে তাকাই, ভাবি তুমি আছ, সবার মধ্যে আছ তুমি।'

Advertisement

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনার। সেই কাণ্ডে জড়িয়েছিল সারার নামও৷ প্রথম ছবির সেটেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সারা-সুশান্ত৷ সেই সব এখন অতীত। আপাতত নায়কের স্মৃতিতে বিভোর নায়িকা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement