sara ali khan

ভাইয়ের সঙ্গে বিকিনি পরে ছবি! কটাক্ষের মুখে সারা

ছবিটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় উঠেছে কমেন্টের ঝড়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ১৫:০১
Share:

ভাই ইব্রাহিমের সঙ্গে সারা। ছবি-ইনস্টাগ্রাম।

ভাই ইব্রাহিমের জন্মদিন উপলক্ষে অভিনেত্রী সারা আলি খান ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁদের এক পুরোনো ছবি। ছবিতে বিকিনি পরে রয়েছেন সইফ-কন্যা, সঙ্গে ইব্রাহিম। আপাতত শুটের জন্য ভাইয়ের এই বিশেষ দিনে কাছে নেই তিনি।মন ভাল নেই সারার। অগত্যা সোশ্যাল মিডিয়াতে সেরে নিয়েছেন ‘বার্থ ডে উইশ’।সেই ছবিকে কেন্দ্র করেই ট্রোলডকেদারনাথ অভিনেত্রী।

Advertisement

ছবিটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় উঠেছে কমেন্টের ঝড়। ভাইয়ের সঙ্গে নিজের বিকিনি পরা ছবি কী ভাবে পোস্ট করলেন সারা? সেই প্রশ্নই এখন ঘুরছে নেটাগরিকদের একাংশের মনে! শুধু তাই নয়, সারাকে পড়তে হয়েছে নানা কটু মন্তব্যের সম্মুখে। সারার ধর্মীয় সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। একজন লিখেছেন, ‘‘ভাই-বোনের পবিত্র সম্পর্কে তুমি আঘাত করেছ সারা’’।আরেকজন লিখেছেনএর থেকে মৃত্যুও ভাল।

তবে অনেকেই এই সব কটু কমেন্টের পাল্টা জবাবে লেখেন, কে কি পোশাক পরে ছবি পোস্ট করবেন তা একান্তই তার ব্যক্তিগত বিষয়। কোনও মহিলাকে এমন কমেন্ট করাটাও রুচিশীল কাজ নয়। যদিও এই বিষয় নিয়ে সারা এখনও কোনও মন্তব্য করেননি।

Advertisement

সারার এই পোস্ট নিয়েই যত বিতর্ক

Happiest birthday Brother 🎂 🍰 🎁👫 I love you more than you know and am missing you lots today!! Wish I was with you 🤗 #tbt @ncstravels @luxnorthmale

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement