USA

সঞ্জয়ের ভিসা পাঁচ বছরের?

আমেরিকা না হলে সঞ্জয়ের দ্বিতীয় বিকল্প নাকি ছিল সিঙ্গাপুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ০২:৩৩
Share:

ছবি: সংগৃহীত।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্তের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা মুম্বইয়ে চলছে। গত সপ্তাহে অভিনেতার স্ত্রী মান্যতা এক বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছিলেন। তবে প্রথম থেকেই শোনা যাচ্ছিল, আমেরিকায় চিকিৎসা করাতে যাবেন সঞ্জয়। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, চিকিৎসার খাতিরে পাঁচ বছরের মার্কিন ভিসা পেয়ে গিয়েছেন সঞ্জয়। তাঁর সঙ্গে স্ত্রী মান্যতা ও বোন প্রিয়ারও আমেরিকায় যাওয়ার কথা শোনা যাচ্ছে। আমেরিকা না হলে সঞ্জয়ের দ্বিতীয় বিকল্প নাকি ছিল সিঙ্গাপুর। কিন্তু এখন তাঁর আমেরিকা যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। এই সপ্তাহে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘সড়ক টু’। জনসাধারণ এই ছবির ট্রেলারে চরম নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। তবে সঞ্জয়ের মুখ চেয়ে ছবির ভবিষ্যৎ কী হবে, সে দিকেই নজর থাকবে সকলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement