Cultural Program

Sangit Manan: প্রতি পাতায় সুরের ছোঁয়া! ‘সঙ্গীত মনন’-এ আনন্দধারার সুর

গানের বইয়ের প্রতি পাতায় গান-গল্প। আনন্দধারা আর্টসের নিবেদন পাক্ষিক ‘সঙ্গীত মনন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ২৩:১৩
Share:

সা‌ংস্কৃতিক অনুষ্ঠানে ওস্তাদ রশিদ খান।

উস্তাদ রশিদ খানের উপস্থিতিতে প্রকাশিত গানের পাক্ষিক পত্রিকা ‘সঙ্গীত মনন’। সৌজন্যে লন্ডনের সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস। অনুষ্ঠাা‌নের পৃষ্ঠ‌পোষকতায় বাংলা ওয়ার্ল্ডওয়াইড। কলকাতা প্রেস ক্লাবে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক পবিত্র সরকার, শুভেন্দু মাইতি, প্রতুল মুখোপাধ্যায়, গৌরী বসু, সোমনাথ ঘোষ প্রমুখ।

Advertisement

উপস্থিত অতিথিদের প্রত্যেকেই প্রকাশনার নিজস্বতার প্রশংসা করেন। সাফল্য কামনা করেন ‘সঙ্গীত মনন’-এর। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ডঃ ইমতিয়াজ আহমেদ। তাঁর কথায়, “আমাদের চেষ্টা থাকবে আরও উন্নত মানের প্রকাশনা পাঠকদের হাতে পৌঁছে দেওয়া। পাশাপাশি, পাঠকসংখ্যা বাড়ানোও আমাদের লক্ষ্য।” অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উস্তাদ রশিদ খান, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইমতিয়াজ আহমেদ। আবৃত্তি শোনান বাচিক শিল্পী সুতপা বন্দোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement