sandy saha

Sandy Saha-Subhashree Ganguly: রাজের ছবির নায়িকা হতে চান স্যান্ডি, শুভশ্রীকে সরাসরি আবদার করে ব্যঙ্গের মুখে ইউটিউবার

অনুরাগীরা শুভশ্রীর লাইভের তলায় মন্তব্য বাক্সে তাঁর উদ্দেশে প্রশ্ন রেখেছিলেন। এমন সুযোগ ছাড়েননি কলকাতার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১৩:৩৫
Share:

স্য়ান্ডি এবং রাজ-শুভশ্রী

আনন্দবাজার অনলাইনের দৌলতে অনুরাগীদের সঙ্গে মুখোমুখি শনিবাসরীয় আড্ডায় মেতেছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর সন্তান ইউভানের প্রসঙ্গ থেকে শুরু করে তাঁর কর্মজীবন, সব কিছুই উঠে এসেছে সেই আড্ডায়। অনুরাগীরা সেই লাইভের তলায় শুভশ্রীর উদ্দেশে প্রশ্নও রেখেছিলেন। এমন সুযোগ ছাড়েননি কলকাতার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাও।

Advertisement

শুভশ্রীর কাছে স্যান্ডির আবদার, ‘দিদি, আমি রাজদার পরের ছবিতে হিরোইন হতে চাই।’ এক বার নয়, দু’বার এই মন্তব্য করেছেন তিনি। স্যান্ডির সেই মশকরাকে মেনে নিতে পারলেন না নেটাগরিকরাই। ইউটিউবারের যৌন পরিচয় নিয়ে কুৎসিত মন্তব্য করতে শুরু করলেন তাঁরা। স্যান্ডি যদিও সে সব মন্তব্যের দিকে আর ফিরে তাকাননি।

আনন্দবাজার অনলাইনকে ‘রোডি’ বললেন, ‘‘বাণিজ্যিক ছবির জনক বলতে আমি রাজ চক্রবর্তীকেই বুঝি। ছোটবেলায় ‘চ্যালেঞ্জ’-এ শুভশ্রীকে দেখেছি হট প্যান্ট পরে নাচতে। আবার ‘প্রেম আমার’-এ পায়েল শাড়ি পরে কী সুন্দর নেচেছিল! আমার ওই জায়গায় নিজেকে বসাতে ভাল লাগে। তাই রাজদার ছবিতে নায়িকা হওয়ার ইচ্ছে আমার বহু দিনের।’’

Advertisement

কিন্তু তাঁর নায়িকা হওয়ার ইচ্ছে নিয়েই যত আপত্তি নেটাগরিকদের। তাঁর লিঙ্গ নিয়ে প্রশ্ন এবং আক্রমণ ধেয়ে এসেছে লাইভের মন্তব্য বাক্সে। সেই প্রসঙ্গে স্যান্ডির বক্তব্য, ‘‘নায়ক হতে চাই না আমি। নায়িকা হওয়ার অনেক বেশি আনন্দ। কত সুন্দর সুন্দর পোশাক পরা যায়, চুল উড়িয়ে নাচা যায়, ছোটবেলা থেকে আমার এইগুলিই পছন্দ।’’

নেটাগরিকদের ব্যঙ্গের জবাব দিতেও ছাড়লেন না তিনি। জানালেন, কে কী বলছে সেই নিয়ে তিনি জীবনে কখনওই বেশি ভাবেননি। নিজের জীবন, নিজের পরিচয় নিজের মতো করে তৈরি করতে চেয়েছেন স্যান্ডি। তাঁর কথায়, ‘‘আমার যেটা ইচ্ছে, সেটা আমি প্রকাশ্যে বলতে পারি। তাই বলেছি।’’

তা ছাড়া তাঁর স্পষ্ট দাবি, তিনি পুরুষদের পছন্দ করেন, তাঁদের সঙ্গেই প্রেম করতে চান তিনি। নায়ক হলে আর এক জন নায়কের সঙ্গে প্রেম করার সুযোগ বাংলা ছবিতে খুব বেশি নেই। আর সাক্ষাৎকারেও তিনি শুভশ্রী ও রাজকে অনুরোধ করলেন, ‘‘দয়া করে আমাকে কাস্ট করুন রাজদা। আমি নায়িকা হিসেবে অভিনয় করলে ছবি কিন্তু সুপারহিট হবে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement