Shah Rukh Khan

শাহরুখ নাকি সস্তার প্রচার চান! ‘জওয়ান’-এর সংলাপ নিয়ে চাঁচাছোলা সমীর ওয়াংখেড়ে

মাদককাণ্ডে গ্রেফতারির পর আরিয়ানের জীবন যেমন বদলেছে, তেমনই বদলেছে সমীরের জীবনও। এ বার বাবা শাহরুখকে কী বললেন প্রাক্তন এনসিবি কর্তা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৮
Share:

সমীর ওয়াংখেড়ে জবাব দিলেন শাহরুখকে! ছবি: সংগৃহীত।

২০২৩ সালে শাহরুখ খানের ‘জওয়ান’ যেমন বক্স অফিসে হইচই ফেলে দেয়, তেমনই ভাইরাল হয় সেই ছবিতে শাহরুখের কণ্ঠে ব্যবহৃত একটি সংলাপ— ‘‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বলো।’’ এই সংলাপ নাকি শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফতারির স্মৃতিকে মনে রেখেই লেখা হয়েছিল, এমনই মত সিনে-দুনিয়ার একাংশের। সম্প্রতি শাহরুখের এই সংলাপকে প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে বিঁধলেন ‘সস্তার প্রচার’ বলে!

Advertisement

২০২১ সালের শেষের দিকে মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ানের নাম। আরব সাগরে কর্ডেলিয়া প্রমোদতরীতে মাদক পাচারের খবর পেয়ে অভিযান চালায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই মাদক পাচারের অভিযোগে পাকড়াও করা হয় আরিয়ানকে। তাঁকে গ্রেফতার করেছিলেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর। স্রেফ অভিযোগের ভিত্তিতে হাজতবাসও হয়েছিল আরিয়ানের। ২৫ দিন পরে জেল থেকে ছাড়া পেয়েছিলেন আরিয়ান। পরে অবশ্য নির্দোষ প্রমাণিত হন শাহরুখ-পুত্র। সেই সময় সংবাদমাধ্যমের হাজারো প্রশ্নের সামনেও মুখ খোলেননি শাহরুখ। আরিয়ান বাড়ি ফেরার পরেও টুঁ শব্দটি করেননি বলিউডের বাদশা। আরিয়ান নির্দোষ প্রমাণিত হওয়ার পর বদলি হন সমীর। তার পরেই সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে সিবিআই। দাবি করা হয়েছিল, আরিয়ানের মুক্তির বিনিময়ে শাহরুখের কাছ থেকে নাকি ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইডি বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা এমপএলএ)-এ সমীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এই ঘটনার পর আরিয়ানের জীবন যেমন বদলেছে, তেমনই বদলেছে সমীরের জীবনও। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘শুধু কারও নাম নিয়ে কাউকে অপ্রয়োজনীয় জনপ্রিয়তা দিতে চাই না।’’ পাশপাশি ‘জওয়ান’ ছবির সংলাপ প্রসঙ্গে সমীর বলেন, ‘‘ এ সব বাবা-ছেলে নিয়ে সংলাপ খুব সস্তা শোনায়। একেবারে যেন রাস্তার ধারের কথা। আমি এ ধরনের সংলাপের জবাব দিতে চাই না।’’

ReplyForward

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement