Salman Khan

খুব শীঘ্রই সারা দেশকে গর্বিত করবেন সলমন! পর পর হুমকির মাঝেই বড় চমক ভাইজানের

সলমনের উপর হামলা লরেন্স বিশ্নোইয়ের মূল লক্ষ্য। কিন্তু এর মাঝেই নাকি গোটা দেশকে গর্বিত করতে চলেছেন ভাইজান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৯
Share:

কী ভাবে দেশকে গর্বিত করবেন সলমন খান! ছবি: সংগৃহীত।

বর্তমানে তিনি লরেন্স বিশ্নোইদের নিশানায়। একের পর এক হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমন খানের বিরুদ্ধে। এই কৃষ্ণসারকে পুজো করেন বিশ্নোই সম্প্রদায়ের মানুষ। তাই সলমনের উপর হামলা লরেন্স বিশ্নোইয়ের মূল লক্ষ্য। এমনকি তারকার বাড়ির সামনেও গুলিবর্ষণ করেছেন লরেন্স বিশ্নোইয়ের দলের দুষ্কৃতীরা। কিন্তু এর মাঝেই নাকি গোটা দেশকে গর্বিত করতে চলেছেন ভাইজান।

Advertisement

বহু দিন ধরেই জল্পনা ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির ছবিতে কাজ করতে চলেছেন সলমন খান। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন অ্যাটলি। ‘এ৬’ নামের ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সলমনকে। বড়সড় ভাবে এই ছবির ঘোষণা করা হবে বলে জানান ‘জওয়ান’ ছবির পরিচালক। ‘এ৬’ ছবি সম্পর্কে অ্যাটলি বলেছেন, “এই ছবির চিত্রনাট্য তৈরি করতে বহু সময় ও পরিশ্রম ব্যয় করতে হয়েছে। চিত্রনাট্য প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এখনও ছবির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ছবি সংক্রান্ত বড় ঘোষণা হতে চলেছে।”

ছবিতে সলমন খানের ভূমিকা নিয়েও কথা বলেছেন অ্যাটলি। পরিচালকের মতে, “ছবির কাস্টিং নিয়ে আমি সকলকে বড় চমক দিতে চলেছি। আপনারা যেটা কল্পনা করছেন, সেটাই সত্যি হতে চলেছে। কিন্তু আপনারা সত্যিই অবাক হবেন। আমি কিন্তু বাড়িয়ে বলছি না। এই ছবি সত্যিই দেশকে গর্বিত করতে চলেছে। আমাদের তাই আপনাদের থেকে আশীর্বাদ চাই। আমাদের জন্য প্রার্থনা করুন। ছবির কাস্টিং প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই সেটাও ঠিক হয়ে যাবে। সেরা ঘোষণাটা আমরা শীঘ্রই করতে চলেছি।”

Advertisement

এই মুহূর্তে আসন্ন ছবি ‘বেবি জন’ নিয়ে ব্যস্ত অ্যাটলি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধওয়ান। বরুণও ‘এ৬’ নিয়ে বলেছেন, “বিরাট মাপের ছবি হতে চলেছে এটি। মানুষ কল্পনাও করতে পারছে না, কী মাপের ছবি আসতে চলেছে। আমি ছবিটির বিষয় সম্পর্কে কিছুটা শুনেছি। অবিশ্বাস্য ছবি করতে চলেছেন অ্যাটলি। সেটার জন্য ও পরিশ্রমও করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement