Rohit Sharma

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের নামে স্ট্যান্ড, বাকি নামকরণ করতে গিয়ে ফাঁপরে মুম্বই

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেশ কিছু স্ট্যান্ড রয়েছে যেগুলি কারও নামে নেই। নামকরণের জন্য সদস্য সংস্থাগুলির থেকে নাম চেয়ে পাঠিয়েছিল মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ)। সেই কাজ করতে গিয়ে নিজেরাই ফাঁপরে পড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:২৭
Share:
cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেশ কিছু স্ট্যান্ড রয়েছে যেগুলি কারও নামে নেই। নামকরণের জন্য সদস্য ক্লাবগুলির থেকে নাম চেয়ে পাঠিয়েছিল মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ)। সেই কাজ করতে গিয়ে নিজেরাই ফাঁপরে পড়ে গিয়েছে। একগুচ্ছ নাম জমা পড়েছে তাদের কাছে, যার মধ্যে থেকে বেছে নেওয়া বেশ কঠিন কাজ।

Advertisement

এমসিএ-র কাছে যে নামগুলি জমা পড়েছে তার মধ্যে প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকর, শরদ পওয়ার, বিলাসরাও দেশমুখ, একনাথ সোলকর, দিলীপ সরদেসাই, পদ্মাকর শিভালকর, ডায়ানা এডুলজি এবং রোহিত শর্মার নাম জমা পড়েছে। এমসিএ-র দাবি, জেনারেল বডির বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে রোহিতের নাম একটি স্ট্যান্ড হওয়া কার্যত নিশ্চিত। তাঁর অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। মুম্বইয়ের কোনও ক্রিকেটার ভারতের অধিনায়ক হিসাবে এই কাজ করতে পারেননি।

Advertisement

আপাতত প্রেসিডেন্ট বক্সের উপরে গ্র্যান্ড স্ট্যান্ড কারও নামে নেই। ইস্ট স্ট্যান্ড সুনীল গাওস্করের নামে, ওয়েস্ট স্ট্যান্ড বিজয় মার্চেন্টের নামে, নর্থ স্ট্যান্ড দিলীপ বেঙ্গসরকর এবং সচিন তেন্ডুলকরের নামে রয়েছে। এমসিএ চেয়েছিল একটি লাউঞ্জের নামকরণ ওয়াদেকরের নামে করতে। তাঁর পরিবারের আপত্তিতে সেই কাজ সফল হয়নি। আগামী ১৫ এপ্রিল বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে।

এমসিএ এবং বোর্ডের প্রাক্তন কর্তা রত্নাকর শেট্টি চাইছেন, গ্র্যান্ড স্ট্যান্ডটি ওয়াদেকরের নামে করতে। তাঁর যুক্তি, “ওর যোগ্যতা অনেকের থেকে বেশি। ভারতের অধিনায়ক ছিলেন। তাঁর অধীনে মুম্বই অনেকগুলি রঞ্জি জিতেছে। এমসিএ-র কর্তা হিসাবেও অনেক কাজ করেছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement