badshah

ভুল দিকে গাড়ি চালিয়ে মোটা টাকা জরিমানা দিলেন বাদশা! সত্য প্রকাশ্যে আনলেন গায়ক

ট্রাফিক আইন ভাঙেন গায়ক বাদশা। ভুল দিকে গাড়ি চালিয়ে মোটা টাকা জরিমানা দিতে হয় বাদশাকে! এই প্রসঙ্গে কী বললেন গায়ক?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:১০
Share:

আইন ভাঙলেন বাদশা! ছবি: সংগৃহীত।

এ যেন ‘যত দোষ নন্দ ঘোষ’-এর মতো অবস্থা! ১৫ ডিসেম্বর শোনা যায় গুরুগ্রামে ট্রাফিক আইন ভাঙেন গায়ক বাদশা। ভুল দিকে গাড়ি চালিয়ে মোটা টাকা জরিমানা দিতে হয় বাদশাকে।

Advertisement

রবিবার রাতে র‍্যাপার বাদশা মাহিন্দ্রা থর গাড়ি চালিয়ে গুরুগ্রামে গায়ক কর্ণ অউজলার অনুষ্ঠানে যাচ্ছিলেন। কর্ণের ওই অনুষ্ঠানে বাদশারও যোগ দেওয়ার কথা ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে নাকি বিপদে পড়েন তিনি। রাস্তার ভুল দিকে গাড়ি চালানোর জন্য বাদশাকে ১৫,৫০০ টাকা জরিমানা দিতে হয়েছে। বাদশার গাড়ির সঙ্গে নাকি আরও তিনটি গাড়়িও ছিল সে দিন। ভুল দিকে ঢুকে জরিমানা হয় তাঁদেরও।

সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। তার পরই জানা যায়, সে দিন বাদশার নামে দোষ চাপানো হয়েছে! গাড়ির যাবতীয় নথি রয়েছে পানিপথের এক যুবকের নামে। বাদশা নিজেও দায় অস্বীকার করে লেখেন, ‘‘আমার কোনও থর গাড়ি নেই। তা ছাড়া আমি সে দিন সাদা রঙের একটি গাড়িতে ছিলাম। আমি নিজে গাড়ি চালাই না, চালালেও সাবধানে চালাই। তা ভিডিয়ো গেম হোক কিংবা রাস্তা, সব সময় সচেতন থাকি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement