সলমন খানের ৫৮তম জন্মদিনের উদ্যাপন বাড়িতেই। ছবি: ফেসবুক।
পর্দা যতই দেখাক ‘টাইগার জিন্দা হ্যায়’, বাস্তব অন্য। সলমন খানের ঘাড়ের কাছে মৃত্যুর নিঃশ্বাস প্রতি মুহূর্তে। যখন তখন এ ফোঁড় ও ফোঁড় হয়ে যেতে পারেন ‘ভাইজান’। তাঁর ঘনিষ্ঠরা রেহাই পাচ্ছেন না। তাই ২৭ ডিসেম্বর ৫৮তম জন্মদিন নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই পালন করবেন তিনি। মা সলমা খানের জন্মদিনে ‘ভাইজান’-এর জন্মদিন নিয়ে সংবাদমাধ্যমকে এই বার্তা দিলেন ছোট ভাই সোহেল খান।
৬০ হতে আর দু’বছর বাকি। অনেকেই আশা করেছিলেন, প্রত্যেক বারের থেকে এ বারের উদ্যাপনে হয়তো বাড়তি জৌলুস থাকবে। এমনিতেই সলমনের জন্মদিন মানে তারকার হাট। সোহেল জানিয়েছেন, এ বছরের জন্মদিনে তাঁর বড় ভাই সে সব থেকে দূরে। যেন, ‘টাইগার জিন্দা’ থাকলে আসছে বছর আবার হবে। এ-ও জানিয়েছেন, এ বছর পরিবার আর খুব ঘনিষ্ঠ ছাড়া আর কেউ আমন্ত্রণ পাবেন না। বাড়িতেই কেক কাটা, বিরিয়ানি খাওয়া হবে। সবটাই ‘ভাইজান’-এর নিরাপত্তার খাতিরে।
কেন এ বছর এত কড়াকড়ি? কারণ, গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের মৃত্যু হুমকি, সলমন-ঘনিষ্ঠ পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা, কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর মৃত্যু। সম্প্রতি আরও এক পঞ্জাবি গায়ক বাদশার পানশালার সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। যার দায় নিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিশ্নোই ঘনিষ্ঠ গোল্ডি ব্রার। সব মিলিয়ে প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন খানদান। তাঁদের আপাতত একটাই চাওয়া, সলমনের জীবন থেকে মৃত্যুর ছায়া সরে যাক। প্রাণ খুলে বাঁচুন ‘ভাইজান’। স্বাধীন ভাবে খোলা হাওয়ায় শ্বাস নিন, আগের মতো।