Salman Khan

বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে বাবার পুরনো বাইক চড়ছেন! হুমকি পাওয়ার পরেও কেন ঝুঁকি নিচ্ছেন সলমন?

নিরাপত্তা বাড়াতে তিনি কিনেছেন উন্নত মানের প্রযুক্তির বুলেটপ্রুফ গাড়ি। কিন্তু সেই গাড়ি ছেড়ে হঠাৎ সলমন তাঁর বাবার পুরনো বাইক ব্যবহার করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৮
Share:

কেন ঝুঁকি নিচ্ছেন সলমন? ছবি: সংগৃহীত।

তিনি বলিউডের ভাইজান। বড় পর্দায় তাঁর ছবি এলে মুহূর্তে প্রেক্ষাগৃহ ভরে উঠত। একটা সময় তাঁকে চটাতে চাইতেন না বলিউডের কোনও তারকা। কারণ, রেগে গেলে তিনি অন্য রূপ ধারণ করেন। একটা সময়ে বলিউডের ‘ব্যাড বয়’ তকমাও ছিল তাঁর। তবে এখন অনেকটাই নিয়ন্ত্রিত সলমন খান। আর সেই হঠকারিতা নেই। ‘ভাইজান’-এর মেজাজ একই থাকলেও, পরিণত বোধ বেড়েছে। নিজেই ‘বিগবস্’-এর মঞ্চে স্বীকার করেছেন অভিনেতা।

Advertisement

বর্তমানে লরেন্স বিশ্নোইদের নিশানায় রয়েছেন তিনি। এসেছে পর পর হুমকি। চলেছে তাঁর বাড়ির সামনে গুলিবর্ষণ। নিরাপত্তা বাড়াতে তিনি কিনেছেন উন্নত মানের প্রযুক্তির বুলেটপ্রুফ গাড়ি। কিন্তু সেই গাড়ি ছেড়ে হঠাৎ সলমন তাঁর বাবার পুরনো বাইক ব্যবহার করছেন। বাবা ও তাঁর পুরনো বাইকের সঙ্গে একটি ছবিও ভাগ করে নিয়েছেন সলমন।

কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকেন সলমন। কড়া নিরাপত্তার মাঝেই চলছে ছবির কাজ। ‘বিগবস্ ১৮’-এর সঞ্চালনার কাজের সময়েও নিরাপত্তা থাকছে আঁটসাটো। কিন্তু হঠাৎ কড়া নিরাপত্তা ছেড়ে কেন বাবার পুরনো বাইক চড়ছেন সলমন খান? প্রশ্ন অনুরাগীদের।

Advertisement

‘সিকন্দর’ –এর শুটিং নিয়ে ব্যস্ত সলমন। এই ছবিতেই নাকি চমকে দেবেন ভাইজান। সেই দৃশ্যের জন্যই নাকি বাবার বহুকাল আগের একটি বাইকে চড়ছেন তিনি। এই বাইক সেলিম খানের জীবনে বিশেষ অর্থবহন করে বলেও জানা গিয়েছে। সেই স্মৃতিকেই নিজের ছবিতে ফিরিয়ে আনবেন বলি তারকা।

কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সমমনের বিরুদ্ধে। সেই কৃষ্ণসারকেই পুজো করেন বিশ্নোইরা। তাই সলমন এখন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। নিরাপদে নেই তাঁর ঘনিষ্ঠ পরিজনেরাও। সলমন-ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করেছেন লরেন্স বিশ্নোই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement