Salman Khan

দ্য শো মাস্ট গো অন

ভাগে ভাগে ইউটিউবে দেখা গিয়েছে সলমনের ‘লকডাউন কনভার্সেশন’ও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০২০ ০০:৫৫
Share:

সলমন

তাঁর পুরো লকডাউন পর্বই সপরিবার কেটেছে পানভেলের ফার্মহাউসে। সলমন খানের সেই কোয়রান্টিন জীবন এ বার রিয়্যালিটি শোয়ের আকারে দর্শকের সামনে আসতে চলেছে। সলমনের হোস্ট করা জনপ্রিয় রিয়্যালিটি শো যে চ্যানেলে দেখা যেত, সেই চ্যানেলেই এ বার দেখা যাবে ‘হাউস অব ভাইজানস’ বলে একটি নতুন শো। হোস্টের দায়িত্বে থাকবেন ওয়ালুশকা ডি’সুজ়া, যিনি নিজেও সলমনের সঙ্গেই রয়েছেন পানভেলে। এ ছাড়া সলমনের বোন অর্পিতা ও তাঁর পরিবার, নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ় এবং সলমনের বান্ধবী ইউলিয়া ভান্তুর সকলেই একসঙ্গে ফার্মহাউসে লকডাউন কাটাচ্ছেন গত মার্চ থেকে। এর আগে লকডাউন চলাকালীনই একাধিক সিঙ্গল রিলিজ় করেছেন সলমন। ভাগে ভাগে ইউটিউবে দেখা গিয়েছে সলমনের ‘লকডাউন কনভার্সেশন’ও। তাতে সলমনের সঙ্গে দেখা গিয়েছে তাঁর বান্ধবীদেরও। তবে এ বারের শো হতে চলেছে খানিকটা ‘বিগ বস’-এর ধাঁচে, রিয়্যালিটি-বেসড। শোয়ের অংশ হবেন অর্পিতা, তাঁর পরিবার এবং ফার্মহাউসের পরিচারক-সহ প্রত্যেক সদস্যই। ‘তেরে বিনা’, ‘পেয়ার করোনা’ এবং সাম্প্রতিক ‘ভাই ভাই’-এর মতো গানের পরে এ বার আস্ত শো নিয়ে ভক্তদের জন্য হাজির হতে চলেছেন তাঁদের ভাইজান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement