সলমনের দরজায় ফের কড়া নাড়ল মারণ করোনা ভাইরাস।
বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতার দরজায় ফের কড়া নাড়ল মারণ করোনা ভাইরাস। এ বারে সলমন খানের ম্যানেজারের শরীরে করোনার থাবা। এই নিয়ে অভিনেতার দফতরের চারজন কর্মী করোনায় আক্রান্ত হলেন। চলতি মাসের শুরুতেই গাড়ির চালক অশোক ছাড়া আরও দুই কর্মীর কোভি়ড রিপোর্ট পজিটিভ আসে। এর পরই সলমন ১৪ দিনের জন্য নিজেকে কোয়রান্টাইন করেছেন। ১৯ নভেম্বর সলমনের গোটা পরিবারের কোভিড পরীক্ষা হয়। সকলের রিপোর্ট নেগেটিভ এলেও আইসোলেশন চলছিল। ১০ দিনের মাথায় ফের আর এক কর্মীর শরীরে করোনার হানা। ম্যানেজার জর্ডি পটেল, গাড়ির চালক অশোক ও বাকি দুই কর্মীর চিকিৎসায় কোনও ত্রুটি না থাকে, সে দিকে খেয়াল রাখছেন অভিনেতা। আপাতত মুম্বইয়ের একটি স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
এ দিকে সলমনের বাবা-মায়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল জোর কদমে। কিন্তু বর্তমান এই পরিস্থিতি মাথায় রেখে সে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন খোদ সলমন খান।
আরও পড়ুন: বিমানে আগুন লেগে ৩১ বছরেই মৃত্যু, অমিতাভের এই নামী নায়িকার সম্পত্তি ঘিরে তীব্র হয় আত্মীয়দের দ্বন্দ্ব
আরও পড়ুন: অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন অর্জুন? প্রশ্ন তুললেন মালাইকা