Malai For Skin Care

শীত পড়তেই উধাও জেল্লা, ক্রিম মেখেও ত্বকের শুষ্ক ভাব দূর হচ্ছে না? মেখে দেখুন দুধের সরের প্যাক

দুধ ত্বকের জন্য ভাল। দুধের সর দিয়ে রূপচর্চাও নতুন নয়। সরে থাকে দুধের ফ্যাট, প্রোটিন। ত্বক ময়েশ্চারাইজ় করতে, বলিরেখা কমাতে, মুখ টানটান করতে তা বিশেষ কার্যকর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১২:৪১
Share:

দুধের সরের ফেস প্যাকেই জেল্লা ফিরবে ত্বকে? ছবি:ফ্রিপিক।

শীত মানেই উৎসবের মরসুম। আর এমন সময় যদি মুখ শুষ্ক হয়ে পড়ে, চুল রুক্ষ হয়ে যায় তবে কি ভাল লাগে? অথচ এই সময়টা এমনই যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। সেই শুষ্ক বাতাসের জেরে উধাও হয় ত্বকের জেল্লা। প্রয়োজন হয় বাড়তি যত্নের।

Advertisement

কিন্তু কী ভাবে নেবেন সেই যত্ন? এমনিতে ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং করেন। কিন্তু তাতেও ত্বকের শুষ্ক ভাব রয়ে গেলে ব্যবহার করতে পারেন দুধের সরের ফেস প্যাক। দুধ ত্বকের জন্য ভাল। দুধের সর দিয়ে রূপচর্চাও নতুন নয়। সরে থাকে দুধের ফ্যাট, প্রোটিন। ত্বক ময়েশ্চারাইজ় করতে, বলিরেখা কমাতে, মুখ টানটান করতে তা বিশেষ কার্যকর।

জেনে নিন কী ভাবে ফেস প্যাক তৈরি করবেন। তবে মনে রাখা দরকার, যে কোনও প্যাকই কিন্তু পরিষ্কার ত্বকে মাখতে হবে।

Advertisement

দুধের সর এবং হলুদ

রোদের তাপে কালচে হয়ে পড়া ত্বকে ঔজ্জ্বল্য ফেরাতে বিশেষ কার্যকর দুধের সরের প্যাক। ঘন দুধ ফুটিয়ে ঢাকা দিয়ে রাখলে উপরে যে সর পড়ে, সেটি সংগ্রহ করে কৌটোয় ভরে ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা সর ব্যবহার করতে হবে মুখে। ২ চামচ দুধের সরের সঙ্গে ১ চা-চামচ কাঁচা হলুদ বাটা বা হলুদ গুঁড়ো, কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে মালিশ করে ১০-১৫ মিনিট রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

দুধের সর এবং বেসন

মুখ পরিষ্কার করতে দুধ, বেসনের ব্যবহার বহু দিনের। ২ টেবিল চামচ দুধের সর, ১ টেবিল চামচ বেসন এবং ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

দুধের সর এবং অ্যালো ভেরা

অ্যালো ভেরা বা ঘৃতকুমারী ত্বকের জন্য অত্যন্ত ভাল। প্রদাহ কমাতে, ত্বককে আর্দ্রতা জোগাতে সাহায্য করে। ২ টেবিল চামচ দুধের সরের সঙ্গে ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। ত্বক অত্যন্ত শুষ্ক হলে যোগ করতে পারেন ১ টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

তিনটি প্যাকের যে কোনও একটি সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করতে পারেন। মাসখানেক প্যাক ব্যবহার করলে ক্রমশই জেল্লা বাড়বে মুখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement