(বাঁ দিকে) আটক হওয়া নাবালকের সেই এসইউভি। (ডান দিকে) ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।
আবার মুম্বই। বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পিষে দিল ঘুমন্ত এক শিশুকে। বাবার পাশেই ঘুমিয়ে ছিল বছর চারেকের আয়ুষ লক্ষ্মণ কিনভারে। কিন্তু বেপরোয়া গাড়ির ধাক্কা তার প্রাণ কেড়ে নিল শনিবার মধ্যরাতে। আর এই ঘটনাই মাস কয়েক আগে ঘটে যাওয়া পুণের পোর্শেকাণ্ডের স্মৃতি উস্কে দিল। ঘটনাচক্রে, পুণের পোর্শেকাণ্ডের মতোই মুম্বইয়ের এই ঘটনায় গাড়ির স্টিয়ারিং ছিল এক নাবালকের হাতে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নাবালক একটি এসইউভি চালাচ্ছিল। সে ভিলে পার্লের বাসিন্দা। শনিবার মাঝরাতে গাড়ি চালিয়ে ফেরার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। প্রতি দিনের মতো বাবার সঙ্গে ফুটপাথেই ঘুমোচ্ছিল একরত্তি আয়ুষ। গাড়িচাপা পড়ে মৃত্যু হয় তার। আয়ুষের বাবাও এই ঘটনায় আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয়রাই আয়ুষ এবং তার বাবাকে উদ্ধার করেন। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছিল আয়ুষের। স্থানীয়েরা ধরে ফেলেন গাড়িচালক নাবালককেও। তার পর পুলিশে খবর দেন। পুলিশ এসে এসইউভি আটক করে। গ্রেফতার করা হয় নাবালককেও। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। নাবালক মত্ত ছিল কি না, কোথা থেকে অত রাতে ফিরছিল বা কোথায় যাচ্ছিল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
গত মে-তে পুণেয় দুই ইঞ্জিনিয়ারকে পোর্শে নিয়ে চাপা দেওয়ার অভিযোগ ওঠে এক কিশোরের বিরুদ্ধে। সেই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় হয়। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই এ বার রাতের মুম্বইয়ে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠল নাবালকের বিরুদ্ধে।