বান্দ্রাতে ভাইজানকে মাঝেমধ্যেই দেখা যায় সাইকেলে। শরীরচর্চার জন্য জিমের থেকে সাইকেলের ওপর বেশি ভরসা। সময় পেলেই তাই বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে। গতকাল যেমন আবার তাঁকে দেখা গেল পানভেল ফার্মহাউজের পাশে। আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শ্যুটিংয়ের অবসরে একটু শরীরচর্চা আর কী!