কাকে চুমু খেলেন সলমন? দেখুন ছবি

বেশ কিছুদিন ধরে গায়ক অরিজিৎ সিংহের উপর বেজায় চটেছিলেন সলমন। আর তার জেরে সল্লুভাইয়ের আপকামিং ছবি ‘সুলতান’ থেকে বাদ গিয়েছে অরিজিতের গাওয়া গানটিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ১৫:৩৩
Share:

বেশ কিছুদিন ধরে গায়ক অরিজিৎ সিংহের উপর বেজায় চটেছিলেন সলমন। আর তার জেরে সল্লুভাইয়ের আপকামিং ছবি ‘সুলতান’ থেকে বাদ গিয়েছে অরিজিতের গাওয়া গানটিও। সলমনের রাগের কথা যেমন সবাই জানেন। তেমনিই ‘দিলদার’ সলমনকেও দেখেছেন তাঁর ভক্তরা। খান বাড়িতে এখন খুশির আমেজ। নিউইয়র্ক থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন সলমনের বোন অর্পিতা ও আয়ুশ। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁদের দু’মাসের সন্তান আহিলকেও। আর সেই সময় আহিলকে নাকি খুব মিস্‌ করছিলেন সলমন।

Advertisement

নিউইয়র্ক থেকে তাঁর পুঁচকে ভাগ্নে ফিরেছে সেই খবর পেয়েই শুটিং ছেড়ে আহিলকে দেখতে চলে যান তিনি। আহিলকে কোলে তুলে নিয়ে চুমু খান মামা সলমন। আর সেই মিষ্টি মুহূর্তের ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন অর্পিতা। সেই ছবিই এখন ভাইরাল ইন্টারনেটে।

Advertisement

আরও পড়ুন: সলমনের রোষে ‘সুলতান’ থেকে বাদ অরিজিত্!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement