Hrithik Roshan

ইন্ডাস্ট্রির কর্মহীন শিল্পীদের পাশে

এ বার সলমনের সঙ্গে নেটফ্লিক্সও উদ্যোগে শামিল, যাঁদের সাহায্যে উপকৃত হবেন মুভি স্টান্ট আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য শিল্পীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ০৫:৫৩
Share:

হৃতিক রোশন, সলমন খান।

ছবির কাজ বন্ধ থাকায় অনির্দিষ্টকালের জন্য কর্মহীন হয়ে পড়া স্টান্ট আর্টিস্টদের সাহায্যে এ বার এগিয়ে এলেন সলমন খান। অভিনেতা ও নেটফ্লিক্স ইন্ডিয়ার যৌথ উদ্যোগে বলিউডের স্টান্ট শিল্পীদের কাছে পৌঁছে দেওয়া হবে সাহায্য। গত বছর অতিমারি শুরু হওয়ার পরে এঁদের সাহায্যে এগিয়ে এসেছিলেন অজয় দেবগণ, টাইগার শ্রফ, রোহিত শেট্টিরা। এ বার সলমনের সঙ্গে নেটফ্লিক্সও উদ্যোগে শামিল, যাঁদের সাহায্যে উপকৃত হবেন মুভি স্টান্ট আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য শিল্পীরা।

Advertisement

অন্য দিকে, ছোট পর্দার দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের জন্য ২০ লক্ষ টাকার সাহায্য করলেন হৃতিক রোশন। সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (সিনটা) অন্তর্গত প্রায় ৫০০০ কর্মী উপকৃত হবেন এর মাধ্যমে। দারিদ্রসীমার নীচে থাকা শিল্পীদের জন্য দৈনিক রেশনের ব্যবস্থা এবং সকলের জন্য ভ্যাকসিনেশনের বন্দোবস্ত করা হবে হৃতিকের দেওয়া অনুদানের মাধ্যমে। গত বছরও এই সংস্থাকে ২৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন অভিনেতা। অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় এখনও লাগাতার সাহায্য চালিয়ে যাচ্ছেন তারকারা। সম্প্রতি বিবেক ওবেরয়ও আই অ্যাম অক্সিজেন ম্যান রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকার অর্থসাহায্য করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement