Salman Khan

বৃহস্পতিবার রাতে হুমকি, হায়দরাবাদে ‘সিকন্দর’-এর শুটিংয়ে কেমন নিরাপত্তায় আছেন সলমন?

ক্রমাগত হুমকির ফলে আরও আঁটসাঁট করা হয়েছে সলমনের নিরাপত্তা। চারস্তরীয় নিরপত্তা বলয়ে কী ভাবে শুটিং করছেন ভাইজান?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৭:৩৫
Share:

সলমন খান। ছবি: সংগৃহীত।

লাগাতার হুমকি পাচ্ছেন অভিনেতা সলমন খান। নিত্যদিন বিশ্নোইদের তরফে মিলছে মৃত্যু্র হুমকি। প্রাণনাশের ভয় রয়েছে, কিন্তু কাজ থামাননি ভাইজান। এর মধ্যেই শুটিং করছেন আসন্ন ছবি ‘সিকন্দর’-এর। বৃহস্পতিবার রাতে ফের হুমকি পান সলমন। প্রেরক সেই গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গোষ্ঠী। মুম্বইয়ের ট্র্যাফিক কন্ট্রোল রুমে বৃহস্পতিবার রাতে ওই হুমকিবার্তা গিয়েছে। এই হুমকির নেপথ্যে রয়েছে একটি গান। যা সলমনের সঙ্গে বিশ্নোই গোষ্ঠীকে সংযুক্ত করেছে বলে অভিযোগ। তাতেই নতুন করে ক্ষুব্ধ হয়েছেন গ্যাংস্টারের অনুগামীরা। ওই গান যিনি লিখেছেন, তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। সলমনকে চ্যালেঞ্জ ছুড়ে বলা হয়েছে, সেই লেখককে বাঁচিয়ে দেখাতে। এর মাঝে বৃহস্পতিবার রাতে হায়দরাবাদে পৌঁছালেন সলমন। 'সিকন্দর’-এর শুটিংয়ে আপাতত ক'দিন সেখানেই থাকবেন। তবে ক্রমাগত হুমকির ফলে আরও আঁটসাঁট করা হয়েছে অভিনেতার নিরাপত্তা। চারস্তরীয় নিরপত্তা বলয়ের মধ্যে রয়েছেন অভিনেতা।

Advertisement

সলমনকে ‘ওয়াই’ কাটাগরির নিরাপত্তা আগেই দিয়েছে মহারাষ্ট্র সরকার। ১২ অক্টোবর মুম্বইয়ে সলমন-ঘনিষ্ঠ রাজনীতিক বাবা সিদ্দিকি খুন হন। সেই সময় ‘সিকন্দর’ ছবির শুটিং করছিলেন ভাইজান। খবর পেয়েই তিনি শুটিং ফ্লোর থেকে সরাসরি হাসপাতালে পৌঁছন। পরের দিন তিনি সিদ্দিকির শেষকৃত্যেও উপস্থিত ছিলেন। গুজব ছড়িয়েছিল, নিরাপত্তার কারণে সলমনের ছবির শুটিংয়ের তারিখ ও সময় বাতিল করা হবে। কিন্তু, অভিনেতা সে সব গুজবকে বুড়ো আঙুল দেখিয়ে কাজে ফেরেন। এই মুহূর্তে হায়দরাবাদের যে বিলাসবহুল হোটেলে সলমন রয়েছেন, সেখানে কর্মীদের বেশ কয়েকটা নিরাপত্তা বলয় পেরিয়ে অভিনেতার কাছে পৌঁছতে হবে। ঢোকা ও বেরানোর সময় পরিচয়পত্র দেখাতেই হবে। এ ছাড়াও, অভিনেতা শুটিং করছেন যেখানে, সেখানে বেশ কিছু নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে। তা ছাড়াও রয়েছেন প্রাক্তন প্যারামিলিটারিরা। সেই সঙ্গে সলমনের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ও সর্ব ক্ষণের ছায়াসঙ্গী শেরা রয়েছেন। তার উপরে হায়দরাবাদ পুলিশও দিয়েছে বাড়তি নিরাপত্তা। ভাইজানের ধারে কাছে যাতে কেউ ঘেঁষতে না পারে, তার জন্যই এতটা কড়াকড়ি।

ReplyForward

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement