Entertainment News

দিনে কত ক্ষণ বিশ্রাম নেন মোদী? দেখা করে সইফ বললেন, ‘দেশের জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি’

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি, তাঁকে ব্যক্তিগত বিষয়ে প্রশ্নও করে কপূর পরিবার। এমনকি, মোদীর রোজনামচার খোঁজও নেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬
Share:

মোদীর রোজনামচার খোঁজ নেন সইফ ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিল কপূর পরিবার। দিল্লিতে চলছে রাজ কপূর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিলেন রণবীর কপূর, করিনা কপূর খান, নীতু কপূর, আলিয়া ভট্ট, সইফ আলি খান প্রমুখ। মোদীর সঙ্গে কপূর পরিবারের সাক্ষাতের বিভিন্ন ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি, তাঁকে ব্যক্তিগত বিষয়ে প্রশ্নও করে কপূর পরিবার। এমনকি, মোদীর রোজনামচার খোঁজও নেন তাঁরা। মোদীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানান কপূর পরিবারের জামাই সইফ আলি খান। তিনি বলেন, “আমার বাবা-মার কথাও তিনি জানতে চেয়েছিলেন। তৈমুর ও জেহ্‌কে কেন নিয়ে এলাম না, সেই প্রশ্নও করেছেন। করিনার জন্য একটা কাগজে সই করে দিয়েছেন। আমার তাঁকে দেখে মনে হয়েছে, তিনি সত্যিই দেশের জন্য কঠোর পরিশ্রম করছেন। তার মধ্যেও সময় বার করে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

অভিনেতা আরও বলেন, “সারা দিনে কত ক্ষণ বিশ্রাম নেন, সেই প্রশ্নও আমি রেখেছিলাম। তিনি বললেন, রাতে মাত্র তিন ঘণ্টা বিশ্রাম নেন তিনি। তাই সত্যিই আমাদের জন্য সময় বার করার জন্য আমরা ধন্য।”

Advertisement

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বেশ ভয়ে ভয়ে ছিল গোটা কপূর পরিবার। এ কথা জানিয়েছেন রণবীর কপূর। রণবীর ভিডিয়োয় বলেছেন, “আমাদের কপূর পরিবারের জন্য খুবই বিশেষ দিন আজ। প্রধানমন্ত্রীজি এ দিন আমাদের তাঁর মূল্যবান সময় দিয়েছেন এবং শ্রী রাজ কপূরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই সাক্ষাতের জন্য আমি কৃতজ্ঞ থাকব। ওঁর সঙ্গে কথোপকথনে খুব আনন্দ পেয়েছি আমরা। খুবই আন্তরিকতার সঙ্গে তিনি কথা বলেছেন আমাদের সঙ্গে। কিন্তু আমরা ভিতর থেকে খুব ভয়ে ভয়ে ছিলাম। তিনি খুবই আন্তরিক ও ভাল। অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ বোধ করছিলাম। ওঁকে অসংখ্য ধন্যবাদ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement